• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পৃথিবীতে এমন কোন জিনিস আছে, যা কাওকে দেওয়ার পরেও ফুরিয়ে যায় না?

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৬:১১ পিএম

পৃথিবীতে এমন কোন জিনিস আছে, যা কাওকে দেওয়ার পরেও ফুরিয়ে যায় না?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ছাত্র-ছাত্রীরা লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ এর জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। এরপর যখন ইন্টারভিউতে ডাকা হয় তাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কে এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ইন্টারভিউ নেন তারা কখনো কখনো প্রার্থীদের প্রেজেন্স অফ মাইন্স বোঝার জন্য কিছু ধাঁধার প্রশ্ন করে থাকেন। বিগত কয়েক বছরের ইন্টারভিউ পরীক্ষাগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার তা উত্তর সহ দেখে নেওয়া যাক।  

১) প্রশ্ন: কোন প্রাণী মাটির নিচে শ্বাস প্রশ্বাস বন্ধ করে টানা সাত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে?
উত্তর: কাঁকড়া বিছে।

২) প্রশ্ন: পুলিশ কে বাংলায় কী বলে?
উত্তর: রাজকীয় জনরক্ষক।

৩) প্রশ্ন: এমন কোন জিনিস যাকে আমরা হাত না লাগিয়ে আটকে রাখতে পারি?
উত্তর: নিঃশ্বাস।

৪) প্রশ্ন: একটি কুমিরের মুখে মোট কতগুলি দাঁত থাকে?
উত্তর: ৪২টি।

৫) প্রশ্ন: ভারতের রাষ্ট্রীয় ফুল কোনটি?
উত্তর: পদ্মফুল।

৬) প্রশ্ন: কলকাতা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জব চার্নক।

৭) প্রশ্ন: বিশ্বের কোন প্রাণীটি সবচেয়ে বেশি জল পান করে?
উত্তর: নীল তিমি।

৮) প্রশ্ন: একজন পাগল সবকিছু ভুলে গেলেও, কোন জিনিসটা ভুলে না?
উত্তর: মাতৃভাষা।

৯) প্রশ্ন: অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সাথে ছোট হয়ে যায় কে?
উত্তর: মোমবাতি।

১০) প্রশ্ন: নোট (টাকা) কী দিয়ে তৈরি হয়?
উত্তর: তুলো।

১১) প্রশ্ন: কোন দেশটির রাজধানী নেই?
উত্তর: নাইরু দেশ।

১২) প্রশ্ন: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর: সুচেতা কৃপালিনী (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী)।

১৩) প্রশ্ন: আমাদের শরীরের প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয়?
উত্তর: ১.৫ লিটার।

১৪) প্রশ্ন: কী রোগ হলে মানুষ একা থাকতে পারে না, একা থাকতে ভয় পায়?
উত্তর: অটোফোবিয়া (এক প্রকার মানসিক রোগ)।

১৫) প্রশ্ন: এমন কোন জিনিস, যা কাওকে দেওয়ার পরেও ফুরিয়ে যায় না?
উত্তর: উপদেশ বা জ্ঞান।

 

জেকেএস/

আর্কাইভ