• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এমন কী কাজ যা ছেলেরা লুকিয়ে করে, কেউ কেউ দিনে কয়েকবারও করে?

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০২:৫৮ এএম

এমন কী কাজ যা ছেলেরা লুকিয়ে করে, কেউ কেউ দিনে কয়েকবারও করে?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বিগত কয়েক বছরে বিভিন্ন ইন্টারভিউয়ের প্রশ্নগুলি খবরের শিরোনামে থাকছে। কেবল যোগ্য প্রার্থীরাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস ইন্টারভিউয়ের জন্য সুযোগ পায়। তবে এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার ফলে সহজেই প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে। এই ধরনের প্রশ্নগুলি দেখে কঠিন মনে হলেও এর উত্তর প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে। এবার কয়েকটি প্রশ্ন সহ উত্তর জেনে নেওয়া যাক….

১) প্রশ্ন: ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? 
উত্তর: জামনগর, গুজরাট।

২) প্রশ্ন: কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

৩) প্রশ্ন: আপনার সামনে থাকে কিন্তু দেখতে পাননা কী?
উত্তর: ভবিষ্যৎ।

৪) প্রশ্ন: পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার’ কাকে বলা হয়?
উত্তর: বর্ধমান।

৫) প্রশ্ন: ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: গুরগাঁও, হরিয়ানা।

৬) প্রশ্ন: বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তর: ৪ই ফেব্রুয়ারি।

৭) প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে?
উত্তর: পাঞ্জাব।

৮) প্রশ্ন: নোকিয়া কোম্পানিটি কোন দেশের?
উত্তর: ফিনল্যান্ড।

৯) প্রশ্ন: কে মাঝ রাতে আসে আর মাঝরাতেই চলে যায়?
উত্তর: তারিখ।

১০) প্রশ্ন: জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্রের ব্যবহৃত হয়?
উত্তর: ক্রোনোমিটার।

১১) প্রশ্ন: কোন খেলায় ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায়?
উত্তর: লুডু খেলা।

১২) প্রশ্ন: ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?
উত্তর: ভারতের প্রথম বিমানবন্দর ১৯১৯ সালে এলাহাবাদে নির্মিত হয়েছিল। এটি দেশের প্রথম বিমানবন্দর।।

১৩) প্রশ্ন: স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারেনা?
উত্তর: স্বপ্ন।

১৪) প্রশ্ন: ভারতের শুষ্কতম স্থানের নাম কী?
উত্তর: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালী (৫৬°সে)।

১৫) প্রশ্ন: এমন কী কাজ যা ছেলেরা লুকিয়ে করে, কেউ কেউ দিনে কয়েকবারও করে?
উত্তর: পায়খানা (বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে ছেলের প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়েছিল)।
উত্তর: ভারতের প্রথম বিমানবন্দর ১৯১৯ সালে এলাহাবাদে নির্মিত হয়েছিল। এটি দেশের প্রথম বিমানবন্দর।

১৩) প্রশ্ন: স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারেনা?
উত্তর: স্বপ্ন।

১৪) প্রশ্ন: ভারতের শুষ্কতম স্থানের নাম কী?
উত্তর: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালী (৫৬°সে)।

১৫) প্রশ্ন: এমন কী কাজ যা ছেলেরা লুকিয়ে করে, কেউ কেউ দিনে কয়েকবারও করে?
উত্তর: পায়খানা (বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে ছেলের প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়েছিল)।

 

জেকেএস/

আর্কাইভ