• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেয়েদের কী না থাকলে বিয়ে হয় না, জানেন?

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০২:৪০ এএম

মেয়েদের কী না থাকলে বিয়ে হয় না, জানেন?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে বড় পদে চাকরি করা, এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন তাদের ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমনি কিছু প্রশ্নের উত্তরসহ দেখে নেওয়া যাক…

১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর: ভুটান।

২) প্রশ্ন: হীরে বা সোনার ভর মাপতে কোন একক ব্যবহৃত হয়?
উত্তর: ক্যারেট।

৩) প্রশ্ন: ভারতের কোন রাজ্যকে ‘সমুদ্রের দান’ বলা হয়?
উত্তর: কেরালা।

৪) প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহটির নাম কি?
উত্তর: ইউরেনাস (-২২৪° সে.)।

৫) প্রশ্ন: ভারতে প্রথম জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা কোথায় শুরু হল?
উত্তর: কলকাতা।

৬) প্রশ্ন: জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?
উত্তর: JAXA (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)।

৭) প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৭ সাল, দেশ ভাগের সময়।

৮) প্রশ্ন: ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমান ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে?
উত্তর: জগমোহন রেড্ডি (অন্ধ্রপ্রদেশ)।

৯) প্রশ্ন: ভারতের প্রথম সেমি-হাইস্পিড রিজিওনাল রেল পরিষেবার নাম কী?
উত্তর: RAPIDX

১০) প্রশ্ন: কোন রাজ্যের গোল্ড চিত্রকলা GI ট্যাগ পেলো?
উত্তর: মধ্যপ্রদেশ

১১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা।

১২) প্রশ্ন: ভারতের কখন পশ্চিম ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়?
উত্তর: শীতকালে।

১৩) প্রশ্ন: ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি?
উত্তর: জিম করবেট (উত্তরাখণ্ড, নৈনিতাল)।

১৪) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদন হয়?
উত্তর: গুজরাট।

১৫) প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না?
উত্তর: মেয়েদের বিয়ে করবার ইচ্ছা না থাকলে মেয়েদের বিয়ে হয় না। (আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন)

আর্কাইভ