• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছেলেরা প্রতিদিন করে কিন্তু মেয়েরা জীবনে একবারই করে, জানেন কী?

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ১০:২২ পিএম

ছেলেরা প্রতিদিন করে কিন্তু মেয়েরা জীবনে একবারই করে,  জানেন কী?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

এমন কী জিনিস মেয়েরা শুধু জীবনে একবারই করে, কিন্তু ছেলেরা প্রতিদিনই করে?

 ইন্টারভিউতে কেবল সেই ব্যক্তিকেই বেছে নেওয়া হয়, যার যোগ্যতার পাশাপাশি উপস্থিত বুদ্ধি খুবই ভালো। অনেক সময় ইন্টারভিউ চলাকালীন এমন অনেক প্রশ্ন করা হয় যা মানুষের জীবন সম্পর্কিত এবং তা ঘুরিয়ে প্রশ্ন করতেই প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তরসহ জেনে নেওয়া যাক।

 

১) প্রশ্ন: কোন ভারতীয় নোটে গান্ধীজীর ছবি নেই?
উত্তর: এক টাকার নোট।

২) প্রশ্ন: স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।

৩) প্রশ্ন: নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: দোতাবেতা।

৪) প্রশ্ন: কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তর: ইউরেনাস।

৫) প্রশ্ন: বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: ১৭৬৪ সালে।

৬) প্রশ্ন: বিশ্বসমুদ্র দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ই জুন।

৭) প্রশ্ন: FIR এর ফুল ফর্ম কী জানেন?
উত্তর: First Information Report.

৮) প্রশ্ন: ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: সুচেতা কৃপালনী। (১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত তিনি উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।) 

৯) প্রশ্ন: ছত্রিশগড় রাজ্যের রাজধানীর নাম কি?
উত্তর: রায়পুর।

১০) প্রশ্ন: WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা।

১১) প্রশ্ন: বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর: ভিটামিন বি১।

১২) প্রশ্ন: ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?
উত্তর: যমুনা

১৩) প্রশ্ন: আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
উত্তর: রাসবিহারী বসু (১৯৪২ সাল, সিঙ্গাপুর)।

১৪) প্রশ্ন: কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?
উত্তর: ১৯১১ সালে।

১৫) প্রশ্ন: ছেলেরা প্রতিদিন করে কিন্তু মেয়েরা জীবনে একবারই করে, সেটা কী?
উত্তর: শ্মশান যাত্রা (ছেলেরা শবদাহ করতে প্রতিদিনই যেতে পারে, কিন্তু শ্মশানে যাওয়া মেয়েদের নিষেধ। কারণ তারা একবারই যায়, যখন তারা মারা যায়)।

 

এডিএস/

আর্কাইভ