• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পিরিয়ড চলাকালীন সহবাস করলে কি প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে?

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০২:৪৯ এএম

পিরিয়ড চলাকালীন সহবাস করলে কি প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বিভিন্ন স্টাডি থেকে জানা গিয়েছে, কোনও সমস্যা না থাকলে, যেমন বেশি বয়স, বিশেষ কিছু অসুখ-বিসুখ বা বন্ধ্যাত্ব, নিয়মিত সহবাস করলে সাধারণত বছর খানেকের মধ্যে গর্ভসঞ্চার হয়েই যায়৷ তবে পিরিয়ডের সময় সহবাস করলে প্রেগন্যান্ট হতে পারে না তা নয়৷ তবে সম্ভাবনা কম৷ আমেরিকান কলেজ অফ অবস্টে্রটিক্স অ্যান্ড গাইনোকলোজির বিশেষজ্ঞদের মতে, বয়স ২০-৩০-এর মধ্যে হলে ২০-৩০ শতাংশ চান্স হওয়ার৷ আর বয়স ৪০-এর দোরগোড়ায় পৌঁছে গেলে সম্ভাবনা ১০ শতাংশের কম৷ অর্থাৎ সন্তানের আকাঙ্খা থাকলে পিরিয়ডের মধ্যেও সহবাস করতে পারেন৷ না থাকলে কন্ডোমই ভরসা৷ হিসেব গুলিয়ে যাচ্ছে! ভাবছেন, পিরিয়ডের সময় তো ডিম বেরোনোর সম্ভাবনা নেই৷ তাহলে গর্ভসঞ্চার হবে কী করে! আসুন দেখে নেওয়া যাক৷

পিরিয়ডের সময় গর্ভসঞ্চারের রহস্য
ধরুন, পিরিয়ডের মধ্যে সহবাস হল, শুক্রাণু শরীরে প্রবেশ করার পর মোটামুটি দিন পাঁচেক পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর সেই সময়ের মধ্যে ওভুলেশন হলে গর্ভসঞ্চার হতেই পারে৷ সাধারণত যাঁদের নিয়মিত পিরিয়ড হয়, তাঁদের হতে পারে, যদিও সে সম্ভাবনা খুব বেশি নয়, কারণ অত আগে ওভুলেশন হয় না সচরাচর৷

​পিরিয়ডের ঠিক পর?

মাঝারি চান্স আছে৷ ওই আগের মতোই, স্ত্রীর জরায়ুমুখের আঠালো মিউকাস যদি এতটাই উর্বর থাকে যে সে পাঁচদিন ধরে শুক্রাণুকে আটকে ও বাঁচিয়ে রাখতে পারে এবং তার পাশাপাশি ওভুলেশনও সময়ের বেশ আগে হয়ে যায়, হতে পারে৷ তবে সে সম্ভাবনা ওভুলেশনের সময় বা ঠিক তার পরে সহবাস হলে যতটা থাকে, তার তুলনায় নগন্য৷

সহবাস তাহলে দিন গুণে

সন্তান চাইলে হয় দিন গুণে, নয়তো লক্ষণ চিনে নতুবা শরীরে লিউটিনাইজিং হরমোনের যখন বাড়বাড়ন্ত হচ্ছে তখন সহবাস করলে গর্ভসঞ্চারের সম্ভাবনা বেশি৷ এক ধরনের কিট পাওয়া যায় যা দিয়ে ইউরিন পরীক্ষা করলে বোঝা যায় হরমোন বাড়ছে৷ তখন সহবাস করলে কাজ হাসিল হতে পারে৷ ডিম বেরোনোর পর তা ১২-২৪ ঘণ্টা বাঁচে৷ কাজেই আমেরিকান কলেজ অফ অবস্টে্রটিক্স অ্যান্ড গাইনোকলোজির বিশেষজ্ঞদের মতে, ওভুলেশনের ৫ দিন আগে থেকে শুরু করে একদিন পর পর্যন্ত সহবাস করলে গর্ভসঞ্চারের সম্ভাবনা বেশি থাকে৷

২৪ ঘণ্টা পার হয়ে গেলে আর চান্স নেই?

একেবারে নেই তা নয়৷ বিরল দু-এক ক্ষেত্রে হতে পারে, যদি দ্বিতীয়বার আবার ডিম বেরোয়৷ সে ঘটনা আকছাড় ঘটে না, বুঝতেই পারছেন৷ কাজেই যাঁরা গর্ভসঞ্চার চাইছেন না, তাঁদের জন্য এটা মোটামুটি নিরাপদ সময়৷ তাও যদি একেবারে নিশ্চিত হতে চান, গর্ভনিরোধকের সাহায্য নেওয়াই ভালো৷

আর্কাইভ