• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইফতারে স্বাস্থ্যকর ছোলার ফ্রুট চাট

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৭:৪৪ পিএম

ইফতারে স্বাস্থ্যকর ছোলার ফ্রুট চাট

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

ইফতারে বেশিরভাগ মানুষই ছোলার সঙ্গে মুড়ি ও যাবতীয় ভাজাপোড়া খেতে পছন্দ করেন। তবে সবসময় একই রকম না খেতে না চাইলে, ভিন্নতা আনতে ছোলা দিয়ে স্বাস্থ্যকর এক ভিন্নপদ তৈরি করতে পারেন। এ ক্ষেত্রে ছোলার সঙ্গে বিভিন্ন ফল মেশানো হয়, তাই খেতে খুবই সুস্বাদু, আবার শরীরের জন্যও অনেক উপকারি এই পদ। স্বাস্থ্য সচেতনরা চাইলে প্রতিদিন ইফতারে ভাজাপোড়ার বদলে রাখতে পারেন ছোলার ভিন্ন পদ ছোলার ফ্রুট চাট।

উপকরণ 
১. ছোলা ২ কাপ (সেদ্ধ)

২. কাবলি বুট দেড় কাপ (সেদ্ধ)

৩. আপেল ১টি, পেয়ারা ১টি, বেদানা দেড় কাপ দানা, শসা একটা, আনারস ১টি, আঙ্গুর ১৫-২০টি, মালটা ১টি, ক্যাপসিকাম ১টি (সব ছোট ছোট টুকরো করতে হবে)

৪. ভুট্টার দানা দেড় কাপ

৫. লেটুস পাতা ৪-৫টি

৬. গাজর মাঝারি সাইজের ২-৩টি

৭. চিকন চানাচুর ১ কাপ

৮. লেবুর রস ও লেবুর খোসা ১ চামচ

৯. টকদই ২ কাপ (ঘন)

১০. চাট মসলা আধা টেবিল চামচ

১১. বিট লবণ স্বাদমতো

১২. কাঁচা মরিচ ৪-৫টি (কুচি করে নেওয়া), গোল মরিচ কুচি ১/৩ চা চামচ। পেঁয়াজ কুচি ১টা

১৩. পুদিনা পাতা ৩-৪টি

১৪. আদা কুচি ১ চা চামচ

পদ্ধতি প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ করা ছোলা ও কাবলি বুট মিশিয়ে নিতে হবে। এরপরে একে একে সব ফল ও সবজি মিশিয়ে নিন। সব ফল মেশানো হয়ে গেলে একে একে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, চাট মসলা, লেবুর খোসা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে নিন। পুদিনা পাতা, গোল মরিচ কুচি ও লবণ দিতে হবে। সঙ্গে চিকন চানাচুর দিয়ে তার ওপরে লেবুর রস ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নিন একবার। মাখানোর পরপর ইফতারে পরিবেশন করুন ঝটপট মজাদার এই ফলাহারটি।

 

জেকেএস/

আর্কাইভ