• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

যৌন মিলনের পরই বমি বমি ভাব? জেনে নিন সম্ভাব্য ৬ কারণ ও সমাধানের উপায়

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০১:৫৩ এএম

যৌন মিলনের পরই বমি বমি ভাব? জেনে নিন সম্ভাব্য ৬ কারণ ও সমাধানের উপায়

লাইফস্টাইল ডেস্ক

দুটো শরীর যখন পরস্পরকে চায়, সেই শরীরী সঙ্গ দিতে পারে অনন্ত আনন্দের সন্ধান। প্রবল ক্লান্তি কিংবা বিষণ্ণতায় যৌনতার জুড়ি মেলা ভার। কিন্তু যদি সঙ্গম শেষে শরীরে চেপে বসে অস্বস্তি? জেনে নিন কোন কোন ক্ষেত্রে শরীরের মিলন শেষে গা-বমি ভাব দেখা দিতে পারে। এর সমাধানই বা কী। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে গর্ভাবস্থার মিলনে এমন অনুভূতি হতেই পারে। কিন্তু যেহেতু অন্তঃসত্ত্বা অবস্থা শরীরের একটি বিশেষ অবস্থা, তাই সেটাকে বাদ রেখেই আমরা আলোচনা করব।

ডিহাইড্রেশন: সঙ্গমের সময় শরীরে প্রচুর ঘাম হতে থাকে। এর ফলে দৈহিক মিলনের শেষে শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হতে পারে। তাই সঙ্গমের শেষে প্রচুর জল খান।

মূত্রনালীর সংক্রমণ: মূত্রনালীতে সংক্রমণ থাকলে সঙ্গমের সময় স্পর্শকাতর কোষে চাপ পড়তে পারে। ফলে বমি বমি ভাব দেখা দিতেই পারে। বিশেষ করে পিরিয়ড যদি কাছাকাছি থাকে।

উৎকণ্ঠা: অনেক সময় যৌনতার সময় পারফরম্যান্স নিয়ে একটা উৎকণ্ঠা থাকে মনে। এর থেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন কেউ কেউ।

অতিরিক্ত ঝাঁকুনি: সঙ্গম চলাকালীন যদি বেশি নড়াচড়া করা হয়, মাথা বারবার ঝোঁকানো হয় তাহলেও সঙ্গমশেষে বমি বমি ভাব দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

সমাধান

  • খুব জোরে যোনিতে লিঙ্গ প্রবেশ না করানোই ভাল।
  • জোর করে কোনও কঠিন পজিশন ট্রাই না করাই ভাল। দু’জনেই স্বস্তিতে থাকবেন, এমন পজিশনই দিতে পারে সঙ্গমের চরম সুখ।
  • সারা দিনে প্রচুর জল খান।
  • যদি শারীরিক অসুস্থতা দীর্ঘস্থায়ী কিংবা ঘনঘন হতে থাকে দ্রুত চিকিৎসকের কাছে যান।

 

বিএস/

আর্কাইভ