• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঠোঁটে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী রাখবেন যেভাবে

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৪:৩০ পিএম

ঠোঁটে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

মেকআপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো লিপস্টিক। পোশাকের সঙ্গে মানানসই রেখে লিপস্টিক ব্যবহার করলে সাজ একদম সম্পূর্ণ হয়।

বর্তমানে বিভিন্ন ধরনের লিপস্টিক পাওয়া যায়। যেমন ম্যাট শেড, ন্যুড সেড ইত্যাদি। এছাড়াও রয়েছে লিকুইড লিপস্টিক, ক্রেয়ন এবং আরও অনেক ধরনের লিপস্টিক।

যদি আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যান, তাহলে নিশ্চয় চাইবেন সব মেকআপের সঙ্গে আপনার লিপস্টিকের শেডটাও দীর্ঘক্ষণ বজায় থাকে। এক্ষেত্রে বুদ্ধি করে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে আপনার লিপস্টিক আর ফিকে হবে না।

লিপস্টিক নেওয়ার পর অতিরিক্ত যে লিপস্টিক ঠোঁটে থাকবে সেটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সাধারণ টিস্যু পেপার ব্যবহার করা প্রয়োজন।

লিপস্টিক নেওয়ার আগে লিপ প্রাইমার ব্যবহার করতে পারেন। এই লিপ প্রাইমার আপনার ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী হতে সাহায্য করবে।

লিপ প্রাইমার লাগিয়ে তারপর লিপস্টিক ব্যবহার করুন। অতিরিক্ত লিপস্টিক টিস্যু পেপারে মুছে নিন। এবার তার ওপর লাগাতে পারেন লিপ পাউডার। আলতো হাতে এই পাউডার ঠোঁটের ওপর লাগিয়ে নেবেন।

লিকুইড লিপস্টিক ব্যবহার করতে পারেন। এই ধরনের লিপস্টিক ঠোঁটে বেশিক্ষণ স্থায়ী হয়। এছাড়া ক্রেয়নও ব্যবহার করতে পারেন।

অনুষ্ঠান বাড়িতে যখন যাবেন তখন নিঃসন্দেহে ভুরিভোজের বন্দোবস্ত থাকবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। খাবারের তেল সহজে লিপস্টিক ফিকে করে দেয়।

ঠোঁট ফাঁটার সমস্যা থাকলে লিপস্টিক পরার আগে একটু ক্রিম লাগিয়ে নিতে পারেন। এর ফলে ঠোঁট নরম এবং মোলায়েম থাকবে। এতে করে লিপস্টিক পরতে সুবিধা হবে।

আর্কাইভ