• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হোটেল রুমে সঙ্গমরত দম্পতি, শীৎকারের আওয়াজ শুনতে যানজট শহরে!

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৫:৪৫ পিএম

হোটেল রুমে সঙ্গমরত দম্পতি, শীৎকারের আওয়াজ শুনতে যানজট শহরে!

লাইফস্টাইল ডেস্ক

উহ..আহ..আউচ! হোটেলের রুম থেকে ভেসে আসছে তীব্র শীৎকারের শব্দ। কখনও পুরুষের গলায় যৌনতার আনন্দ ভরা আওয়াজ, তো কখনও নারীর গলায় তৃপ্তির সুর। কিন্তু সেই শীৎকার শুনে যে রাস্তায় যানজট, তার খবর কি রেখেছিলেন দম্পতি? না, রাখেননি। হাজার চেষ্টা করা সত্ত্বেও তাঁদের বোঝানো যায়নি। বরং তাঁরা ডুবেই ছিলেন যৌনতার সাগরে।

ব্যাপারটা ঘটেছে রিয়াল মাদ্রিদের একটি হোটেলে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক দম্পতি উঠেছিলেন রিয়াল মাদ্রিদের এক হোটেলের একতলার ঘরে। যার একটি জানালা একেবারে রাস্তার ধারে। দম্পতির খেয়ালই নেই। জানালার পর্দা না ফেলেই উদ্যম সঙ্গমে মেতে উঠেছিলেন দুজনে।

আর তাঁদের সঙ্গম দেখতে রাস্তায় ভিড়। হোটেল কর্মীরা হোটেল রুমে ফোন করে দম্পতিকে আটকানোর চেষ্টা অবশ্য করেছিলেন, কিন্তু কে, কার কথা শোনে। ওসবে পাত্তা না দিয়ে বেডরুম থেকে সোজা বাথরুমে গিয়ে শুরু করেন সঙ্গম। তাতেও কী আর ছাড় হয়।

বাথরুম থেকেই শোনা যায় শীৎকারের আওয়াজ। আর তা শুনতেই রাস্তায় মানুষের ভিড়। অনেকে তো সেই আওয়াজ ফোনেও রেকর্ড করে নেন। শোনা যাচ্ছে, সঙ্গম শেষ হওয়ার পর নাকি পুরো ঘটনা শুনে লজ্জায় লাল হয়ে যান দম্পতি।

আর্কাইভ