• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিলনে ঠিকঠাক সুখ মিলবে কী করলে জানেন? নীল ছবির তারকা সেই ভঙ্গি শিখিয়ে দিলেন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০১:১৫ এএম

মিলনে ঠিকঠাক সুখ মিলবে কী করলে জানেন? নীল ছবির তারকা সেই ভঙ্গি শিখিয়ে দিলেন

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

দাম্পত্য জীবনের এক বড় নিবিড় অনুভূতি হলো যৌনতা। বিপরীত লিঙ্গের দু’জন সঙ্গীর একান্ত ব্যক্তিগত মুহূর্ত। এই একান্ত মূহুর্ত পার করতে যেয়ে অনেকের কিছু ভুলভ্রান্তিতে অনেক সময়ে সেই অনুভূতির ছন্দপতন ঘটে। সমীক্ষা বলছে, শারীরিক মিলন আরও বেশি তৃপ্তিদায়ক করে তুলতে যৌনতা নিয়ে অনেকেই অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন। অনেক যুগল এমন আছেন, যাঁরা মিলনের সময়ে ভঙ্গি নিয়েও পরীক্ষা করেন। একই কায়দায় মিলনের চেয়ে বিভিন্ন ভঙ্গিতে মিলিত হলে তা বেশি উপভোগ করেন।

সম্প্রতি এক পর্ন তারকা সামাজিক মাধ্যমে নিজের পছন্দের সঙ্গম-ভঙ্গি নিয়ে খোলাখুলি আলোচনা করলেন। মনোবিদ্যার ডিগ্রিধারী ওই পর্ন তারকা লার্কিন এখন নীল ছবির দুনিয়ায় চর্চিত মুখ। লার্কিন বলেন, ‘‘প্রত্যেক পুরুষের সঙ্গম চাহিদা অন্যরকম, তাঁদের কোন ভঙ্গিমা পছন্দ হবে, তার নির্ভর করে তাঁদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও শরীরে মেদের পরিমাণের উপর। এক এক জন এক এক ভঙ্গিতে ‘সুখ’ অনুভব করেন। কোন ভঙ্গিতে সবচেয়ে বেশি সুখ অনুভূত হবে, তার কোনও বাধাধরা নিয়ম নেই। বিভিন্ন ভঙ্গিমায় মিলিত হয়ে দেখতে পারেন, নিজেই বুঝতে পারবেন আপনি কিসে তৃপ্তি পাচ্ছেন।’’

এক এক জন সঙ্গীর ক্ষেত্রে তিনি এক এক রকম ভঙ্গি পছন্দ করেন বলে জানান ওই পর্ন তারকা। যাঁর পুরুষাঙ্গের আকার ছোট, তাঁর ক্ষেত্রে আলাদা, যাঁর শারীরিক শক্তি বেশি তাঁর ক্ষেত্রে আলাদা এমনকি, যিনি দৈর্ঘ্যে খাঁটো, তাঁর ক্ষেত্রেও আলাদা ভঙ্গিতে মিলিত হন। উচ্চতায় যাঁরা ছোট তাঁদের যৌন সুখ দেওয়ারও একাধিক কায়দা জানা আছে। লার্কিন বলেন, ‘‘আমি মনে করি, পরীক্ষা-নিরীক্ষাই যৌনজীবনকে মশলাদার করে তুলতে পারে!’’

আর্কাইভ