• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের প্রথম রাতে শারীরিক সম্পর্ক কি জরুরি?

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০২:১৪ এএম

বিয়ের প্রথম রাতে শারীরিক সম্পর্ক কি জরুরি?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

আপনাকে যদি বলা হয় একটা অজানা, অচেনা লোকের সঙ্গে এক বিছানায় রাত কাটাতে হবে ৷ অস্বস্তি লাগবে না আপনার? কিন্তু ভাবুন তো শুধু রাত কাটানোই নয়, একটা সময় ছিল যখন এক সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হত আপনারই বয়সের কোনও নারীকে। সেই সম্পূর্ণ ধাঁধাময় মানুষটির সঙ্গে বিয়ের রাতে মিলিতও হতো তারা৷

কিন্তু বর্তমানে সময় অনেক পালটে গেছে, অ্যারেঞ্জ ম্যারেজের ফাঁদ থেকে মেয়েরা আজ অনেকটাই মুক্ত৷ কিন্তু তবু আজও আমাদের এই সমাজেই অনেক উঁচু-নীচু জাতপাতের বাঁধাধরা ছক আছে যেখানে আজও মনে করা হয় যে, ১৮ বছর মানেই একটি মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে৷ ফলে দাও তাকে বাপ কাকার বয়সী একজনের সঙ্গে বিয়ে দিয়ে ৷ আর যদি পাত্র সরকারি চাকুরে হয় তবে তো কথাই নেই৷

কিন্ত এই সবকিছুর উর্ধ্বে যে কথাটা বলার জন্য এত ভনিতা ৷ তা হল জানেন কী কতজন ভারতীর নবদম্পতি বিয়ের রাতেই মিলিত হন?সমীক্ষা বলছে, উপমহাদেশের ৬৩ শতাংশ দম্পতি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেন তারা বিয়ের রাতেই যৌ,ন সংগমে লিপ্ত হন৷ কিন্তু অবাক হবেন এটা জেনে যে, সেই দম্পতিদের মধ্যে বেশির ভাগই বিয়ের আগে পরস্পরকে চেনেন না৷ কোনও কোনও ক্ষেত্রে বিয়ের মণ্ডপেই হয় প্রথম দেখা৷

তবে বিয়ের প্রথম রাতেই সঙ্গম করা কি ভুল? সমীক্ষকরা বলছেন, সবার জন্য অবশ্যই ভুল নয় ৷ তবে এটা ভুল হতে পারে দু’ধরনের মানুষদের জন্য, এক যাদের সেক্স সম্পর্কে কোনও প্রকারের ধারনা নেই৷ আর দুই, যারা বিপরীত দিকের মানুষটির কাছে বেশি কিছু এক্সপেক্ট করেন ৷

তারা আরও জানিয়েছেন, বিয়েকে কোনও মতেই হালকা ভাবে নেওয়া উচিত নয় ৷ কারণ এই প্রক্রিয়াতে আপনি কেবল শারীরিক ভাবেই কোনও একজনের সঙ্গে মিলিত হচ্ছেন না, মানসিক মিলনও ঘটছে৷ শরীর না একটা মাধ্যম মাত্র, যার সঙ্গে যাগ থাকে মনের ৷

আর্কাইভ