• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কথায় কথায় বলছেন Ok ,আসলে এর পুরো কথা কী জানেন ?

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৪:৩৩ পিএম

কথায় কথায় বলছেন Ok ,আসলে এর পুরো কথা কী জানেন ?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বাংলায় কথা বলতে গেলে এখন অনেকেই ঠিক বলতে পারেন না, তাই চলতে ফিরতে ইংরেজি বলাই দস্তুর। অভিভাবকরাও সাহস করে সন্তানদের বাংলা মিডিয়ামে ভর্তি না করিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করান। তবুও বাংলা আছে। অজস্র ইংরেজির ভিড়েই বাংলা আছে। বছরের ওই একটা দিন তাকে তাক থেকে নামিয়ে ফুল চন্দন দেওয়া হয়। কিন্তু চলতে ফিরতে এমন কিছু ইংরেজী শব্দ আমরা প্রায়শই বলি, যা অচিরেই যেন বাংলা অভিধানে জায়গা করে নিয়েছে। খুব কষ্ট করে মনে করার চেষ্টা করলেও বাংলা প্রতিশব্দগুলো মনে আসার নয় আর। অথবা বলার সময় ঠিক খেয়াল থাকে না!

এরকমই একটি শব্দ হল “Ok”। কথায় কথায় কমবেশি সকলেই আজকাল বলি এই শব্দবন্ধটি। কোনও কিছুতে সম্মতি জানাতেই মূলত এটি ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি এই বহুল প্রচলিত শব্দটির পুরো কথা আসলে কী? কীভাবেই বা বাঙালির মুখে মুখে ছড়িয়ে পড়লো এই শব্দটি?

শুনতে ইংরেজির মতো শোনালেও, আসলে কিন্তু ইংরেজি শব্দ নয় এটি। এটি এসেছে গ্রিক শব্দ থেকে। যদিও অর্থের দিক থেকে ব্যবহারের ত্রুটি হয়নি। গ্রিক ভাষায় Oll Korrect বা Olla Kalla থেকেই এসেছে এই Ok শব্দটি। এই Oll Korrect বা Olla Kalla শব্দটির আসল অর্থ হল সব ঠিক আছে। ইংরেজি এবং বাংলাতেও সব ঠিক বোঝাতে ব্যবহার করা হয় ওকে শব্দটি।

Ok একা নয় এই তালিকায় রয়ে আরও অজস্র শব্দ যেগুলি মূলত ইংরেজি অথবা অন্য কোনও বিদেশি ভাষা থেকে সরাসরি ব্যাংকে এসেছে। এবং রোজকার ব্যবহারিক জীবনে বহুল পরিমাণে ব্যবহার করাও হচ্ছে, শব্দগুলির পুরো কথা জানা নেই অনেকেরই। যেমন ধরা যাক, Pin শব্দটি। ডিজিট্যাল যুগে দাঁড়িয়ে কোথায় কোথায় পিন দিতে হয় আমাদের। এমনকী লোক জানাজানির বিয়ে রীতিমতো আড়াল করে রাখতে হয় এই চার অথবা ছয় ডিজিটের সংখ্যাগুলিকে। অথচ এর পুরো কথা জিজ্ঞেস করলে ৯৯ শতাংশ মানুষই রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন। প্রসঙ্গত জেনে রাখুন pin শব্দের পুরো কথা হল পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। সুতরাং এবার থেকে শব্দ গুলি ব্যবহার করার সময় জেনে নিন কেন ব্যয়ভার করছেন।

‘আচ্ছা’, ‘ঠিক আছে’ এই সমস্ত শব্দগুলির ছুটি হয়েছে অনেক আগেই। রীতিমতো জাঁকিয়ে জায়গা করে নিয়েছে ‘Ok’। কিন্তু এমন একটা শব্দের পাকাপাকি আস্তানা করা আসল কারণ অবশ্য একদিকে বাংলা ভাষায় ইংরেজি প্রাধান্য, অন্যদিকে ব্যস্ত জীবনের সঙ্গে সাযুজ্য। আচ্ছা, ঠিক আছে, সব ঠিক আছে ইত্যাদি বলতে তুলনামূলক ভাবে বেশি সময় লাগে তাই, চটজলদি মুশকিল আসান “OK”।

আর্কাইভ