প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ১০:১৯ পিএম
সখি ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়... ভালোবাসা নিয়ে কবির নানান প্রশ্ন সাধারণের মনে দাগ কাটছে যুগ যুগ ধরে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, ভালোবাসা দিয়ে মানুষের মন আসলেই বোঝা যায় কি না।
মনোবিদ্যা নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
অনেকেই জানতে চান, ভালোবাসা দ্বারা কি মানুষের মন বোঝা যায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, মন বোঝা যায়, এটাও বলা যাবে না। আবার মন বোঝা যায় না, এটাও বলা যাবে না। সেটা সিচুয়েশনের ওপর নির্ভর করবে। আমি কার কাছ থেকে কী আশা করি, তার ওপর নির্ভর করবে মন বোঝা। আমার কাছ থেকে কোনও একজন মানুষ যদি এমন কিছু চায় বা আশা করে, যেটা আমি জানিই না বা আমার জানার মধ্যে নেই বা আমার বোঝার মধ্যে নেই, তাহলে তো সেটা আসলে বোঝা যাবে না। কিন্তু যে বা যারা আমাকে চেনে-জানে বা আমি যাদের জানি, তাদের কাছ থেকে আমার কিছু চাওয়া থাকতেই পারে, যেটা তারা জানবে। কিন্তু এমন কোনও বিষয় যদি থাকে, যেটা আমি জানি না বা আমি যার কাছ থেকে চায়, সে জানে না; তাহলে তো অনেক সময় একটা গ্যাপ তৈরি হতে পারে।
আরিয়ানএস/