প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০১:১৫ এএম
অনেক পুরুষের মাঝেই বিয়ে নিয়ে অনাগ্রহ রয়েছে। তারা ভাবেন যে, বিবাহিত পুরুষের তুলনায় অনেকটাই ঝামেলা মুক্ত। সমাজ ও সংসারের জটিল সমস্যা বা দায়িত্ব থেকে তারা অনেকটাই মুক্ত। কিন্তু এই আপাত শান্তির মাঝেই আশঙ্কা আছে এক বড় বিপদের।
সম্প্রতি ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি ও জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল ওয়ারজবার্গের কমপ্রিহেনসিভ হার্ট ফেলিওর সেন্টারের গবেষণায় উঠে এসেছে, অবিবাহিত পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সমস্যা অনেক বেশি।
গবেষণায় আরও বলা হয়েছে, অবিবাহিত পুরুষেদের অল্প বয়সে জীবনহানি হওয়ার আশঙ্কা বিবাহিত পুরুষের থেকে অনেকটাই বেশি। সামাজিক জীবনে মেলামেশা কম হওয়ার কারণে অবিবাহিত পুরুষদের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি থাকে।
গবেষণায় দেখা গেছে, জটিল রোগে আক্রান্ত হলে সেই পরিস্থিতি সামলানোর আত্মবিশ্বাস বিবাহিত পুরুষদের অনেকটাই বেশি থাকে। গবেষকদলের এক চিকিৎসকের মতে, জনসংযোগ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সমস্যা নিয়ন্ত্রণ করার শক্তি অনেকটাই বাড়িয়ে দেয়।
শুধুমাত্র জীবনসঙ্গী নয়, দীর্ঘায়ু হওয়ার জন্য সামাজ জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করা খুবই জরুরি।