• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফুসফুসের ক্যানসার রোধে করণীয়?

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১০:৩৮ পিএম

ফুসফুসের ক্যানসার রোধে করণীয়?

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

দেশে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ফুসফুসের ক্যানসার। কেবলমাত্র ধূমপায়ীরাই ফুসফুসের ক্যানসারের শিকার হচ্ছেন না। অধূমপায়ী, মহিলারাও মারণ রোগে আক্রান্ত হচ্ছেন।

 বিশেষজ্ঞদের বক্তব্য, এর অন্যতম কারণ দূষণ। যা বড় শহরগুলোতে ক্রমবর্ধমান। অধিকাংশ আক্রান্তের বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে। 

ফুসফুসের ক্যানসারের লক্ষণ: ১) দীর্ঘস্থায়ী কাশি। যা কিছুতেই সারতে চায় না। 

৬ কারণে হতে পারে ফুসফুসে ক্যান্সার

২) কাশির সঙ্গে রক্ত ওঠা। 

৩) শ্বাসকষ্ট। 

৪) বুকে ব্যথা। 

৫) গলা বসে যাওয়া। 

৬) ওজন কমা। 

৭) হাড়ে ব্যথা। 

৮) ক্রমাগত মাথা যন্ত্রণা। 

কী কী কারণে মারণ রোগ হতে পারে? 

ধূমপান, দূষণ ছাড়াও র‌্যাডিয়েশন থেরাপি থেকেও কর্কট রোগের সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

যে সব শ্রমিক কেমিক্যাল, ধাতুর গুড়োর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন, তাদের ফুসফুসের ক্যানসার হওয়ার শংকা বাড়ে। এছাড়াও জিনগত কারণে ফুসফুসের ক্যানসার হতে পারে। 

অতএব, প্রতি ক্ষেত্রে সচেতন থাকতে হলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। 

 

তথ্যসূত্র : ইন্টারনেট।

 

 সাজেদ/

আর্কাইভ