• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আঙুলের মাপে লুকিয়ে ভয়ঙ্কর তথ্য, পুরুষের শক্তি কতটা, বোঝা যায় আঙুলের মাপে

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০১:০৩ এএম

আঙুলের মাপে লুকিয়ে ভয়ঙ্কর তথ্য, পুরুষের শক্তি কতটা, বোঝা যায় আঙুলের মাপে

লাইফস্টাইল ডেস্ক

অদ্ভুত সমস্ত রহস্য লুকিয়ে আছে মানবজীবনের অন্দরে৷ মানুষের বায়োলজি, অর্থাৎ শরীরতত্ত্ব ভাল করে ঘাঁটলে এমনই নানা তথ্য পাওয়া যায়৷ তেমনই একটি রহস্যের স্থান হল মানুষের আঙুল৷ অনেকেই বলেন, মানুষের আঙুলের দ্বারা সেই মানুষটির অনেক ক্ষমতা নির্ধারণ করা সম্ভব৷ এমনই কয়েকটি অভ্যাসকে নির্দিষ্ট করে দেখা যাক৷

যাঁদের বুড়ো আঙুলের পরের আঙুলটি, যেটিকে ইংরাজিতে বলা হয় ইনডেক্স ফিঙ্গার, সেটি যদি রিং ফিঙ্গারের থেকে ছোট হয়, তা হলে বুঝতে হবে, এই পুরুষেরা মহিলাদের প্রতি নরম ব্যবহার করে থাকেন৷ পার্সোনালিটি ও ইনডিভিজুয়াল ডিফারেন্স জার্নালে এ কথা প্রকাশিত হয়েছিল৷

এর পরে পুরুষাঙ্গের মাপ বোঝার বিষয়েও সাহায্য নেওয়া হয়েছিল আঙুলের মাপের৷ ২০ বথরের ১৪৪ জন স্বেচ্ছাসেবকের সাহায্যে একটি অস্ত্রোপচার-সমীক্ষা করে বলা হয়, যাঁদের ইনডেক্স ফিঙ্গার রিং ফিঙ্গারের থেকে ছোট, তাঁদের পুরুষাঙ্গ দৈর্ঘ্যে বেশি৷ বৈজ্ঞানীকদের মতে টেস্টোস্টরেনের প্রভাব এর দ্বারা বোঝা যায়৷

পুরুষদের আকর্ষণের ক্ষমতারও একটি দিগনির্দেশ পাওয়া যায় আঙুলের মাপের দ্বারা৷ একই শর্তে, অর্থাৎ রিং ফিঙ্গারের থেকে ইনডেক্স ফিঙ্গার ছোট বলে সেই সমস্ত পুরুষদের রূপের দ্বারা আকর্ষণের ক্ষমতা অনেক বেসি থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷

প্রস্টেট ক্যানসারের সমস্যাও আঙুলের মাপের দ্বারা নির্ধারণ করতে চেষ্টা করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা৷ ছোট ইনডেক্স ফিঙ্গারের মানুষদের শরীরে প্রস্টেট ক্যানসারের সমস্যা দেখা দেয়৷ ব্রিটিশ জার্নাল ক্যানসার-এ এই বিষয়ে একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছিল ২০১০ সালে৷ (এটি বিভিন্ন জার্নালে প্রকাশিত তথ্যের ভিত্তিতে লেখা, এই বিষয়ে আতঙ্কিত না হয়ে কোনও সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷’)

আর্কাইভ