• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গালে টোল পড়া কি রোগ, নাকি অন্যকিছু!

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০১:০৭ এএম

গালে টোল পড়া কি রোগ, নাকি অন্যকিছু!

লাইফস্টাইল ডেস্ক

অনেকের গালে টোল দেখা যায়, আবার অনেকের দেখা যায় না। এ রকম ভিন্নতা কেন, এ প্রশ্ন হয়তো অনেকের মনেই। কিন্তু টোল পরার কারণ জানলে একটু অবাকই হয়ে যাবেন। টোল সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হলেও আসলে বিষয়টা একটি শারীরিক বিকৃতির ফল!

গালে টোল পড়ার পেছনে রয়েছে জীনগত বৈশিষ্ট্য। আপনার বাবা-মার গালে যদি টোল থাকে তাহলে আপনার গালেও টোল দেখা যাবে। এ ছাড়া গালে টোল পড়ার পেছনে আর কোনো কারণ নেই।

গালে টোল পড়া নিয়ে তো লোকমুখে কত কিছুই শোনা যায়। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে গালে টোল পড়া নিয়ে। গালে টোল মূলত ত্বকের টিস্যুতে কমতি থাকার ফলে গালে টোলের সৃষ্টি হয়। মুখের যোজক কলার কারণে গালের টোলের সৃষ্টি হয়। যখন একজন ব্যক্তি হাসি দেয় তখন একটি নিম্নচাপের সৃষ্টি হয়। চামড়ার পেশীতে তখন টান পরে এবং গালে টোলের সৃষ্টি হয়। এ ছাড়াও গালে টোল পড়ার পেছনের আরেকটি কারণ বিষণ্নতা।

আর্কাইভ