• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনাভাইরাসের এই সময়ের উপসর্গগুলো জেনে নিন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৭:৪৯ পিএম

করোনাভাইরাসের এই সময়ের উপসর্গগুলো জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

হামারি শুরুর দিকে করোনার উপসর্গগুলো প্রায় সবারই জানা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসটির বিভিন্ন পরিবর্তন হয়েছে। সেইসঙ্গে পরিবর্তন হয়েছে এর উপসর্গগুলোরও। বর্তমানে করোনায় আক্রান্ত হলেও অনেকে বুঝতে পারছেন না। কারণ এখনকার লক্ষণগুলোর সঙ্গে তারা হয়তো পরিচিত নন।

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কোভিডের লক্ষণগুলো সাধারণ সর্দি-কাশির মতই বলে জানা যায়। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, হার্ভার্ড T.H. চ্যান স্কুল অফ পাবলিক হেলথ, কিংস কলেজ লন্ডন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীদের একটি গবেষণা থেকে এমনটাই জানা যায়।

গবেষণা অনুসারে করোনা হলে যেসব উপসর্গ দেখা দিতে পারে-

* গলা ব্যথা

* সর্দি

* নাক বন্ধ হয়ে যাওয়া

* হাঁচি

* শুকনো কাশি

* মাথা ব্যথা

* কফসহ কাশি

* কর্কশ কণ্ঠ

* পেশীতে ব্যথা।

তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কোভিড উপসর্গের একটি তালিকা প্রকাশ করেছে। যদিও সেটি অক্টোবরের পর আর আপডেট করা হয়নি। সিডিসি অনুসারে কোভিডের সবচেয়ে পরিচিত লক্ষণগুলো হলো-

* জ্বর বা ঠান্ডা লাগা

* কাশি

* শ্বাসকষ্ট

* ক্লান্তি

* পেশী বা শরীরে ব্যথা

* মাথাব্যথা

* স্বাদ বা গন্ধ না পাওয়া

* গলা ব্যথা

* সর্দি

* বমি বমি ভাব

* ডায়রিয়া।

যেহেতু কোভিডের সঙ্গে সাধারণ সর্দি-কাশির উপসর্গের মিল রয়েছে তাই এই দুই অসুখকে আলাদা করা বেশ কঠিন। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এই ধরনের উপসর্গ দেখা গেলে কোভিড পরীক্ষা করে পরবর্তীতে সে অনুযায়ী চিকিৎসা নেয়াই ভালো।

আর্কাইভ