• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রুটি নরম রাখার উপায় জেনে নিন

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০১:৫২ এএম

রুটি নরম রাখার উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

রুটি বানানো অনেকের কাছেই বেশ একটি ঝামেলার কাজ। রুটি বানাতে গিয়ে বিপাকে পড়তে দেখা যায় অনেককেই। আর রুটি বানানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রুটি শক্ত হয়ে যায়, এ ঝামেলার জন্যই রুটি বানানো ঝামেলা মনে করেন রাঁধুনিরা। কিন্তু কিছু বিষয় খেয়াল রাখলেই রুটি অনেকক্ষণ পরে খেলেও শক্ত হবে না।

রুটির আটা মাখার সময়ে তাতে কুসুম গরম পানি ব্যবহার করুন। তারপর সেই পানি দিয়ে ভালো করে আটা মাখুন। আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন। এই পন্থা মেনে চললে আটা শক্ত হয়ে যাবে না এবং রুটি বানানোর সময় সুবিধা হবে।

আটা বা ময়দা মাখার সঙ্গে সঙ্গে তা দিয়ে রুটি তৈরি করবেন না। বরং একটি বাটিতে মাখানো আটা রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর গোল্লা তৈরি করুন।

রুটি তৈরি করার সময়ে অনেকেই কিন্তু কমবেশি শুকনা আটা ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই রুটি সেঁকে নেওয়ার আগে ভালো করে শুকনা আটা ঝেড়ে নেবেন।

রুটি বানিয়ে হটপটে রাখাই ভালো। তবে সে ক্ষেত্রেও কাপড়ে মুড়িয়ে রাখা ভালো, না হলে শক্ত হয়ে যাবে রুটি।

অনেক সময়ে ভিন্ন পদের সঙ্গে একটু মোটা রুটি খেতে ভালো লাগে। তবে আটা দিয়ে মোটা রুটি বানালে তা শক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে আটার সঙ্গে খানিকটা দই মিশিয়ে নিতে পারেন।

অনেকের ধারণা, রুটি পালতা করে বেললেই তা নরম হবে, এই ধারণা ভুল। খুব বেশি পাতলা রুটি করলে তা কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। তাই খুব পাতলা রুটি না করাই ভালো।

তাওয়া ভালো করে গরম না হলে রুটি কখনওই ফুলবে না। আবার খুব বেশি গরম হয়ে গেলে রুটি পুড়ে যাবে। তাই তাওয়া সঠিক মাত্রায় যাতে গরম থাকে, সে দিকে খেয়াল রাখুন।

আর্কাইভ