প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০১:৪৭ এএম
বর্তমান সময়ে মানুষের ব্যস্ততা যত বাড়ছে ততই শরীরের প্রতি তারা অসচেতন হয়ে পড়ছেন। কর্মব্যস্ততার কারণে অনেকেই ত্বকের যত্ন ঠিকঠাক নিতে পারেন না। ফলে অনেক কম বয়সেই ত্বকের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে আজ আমরা এমন একটি উপাদানের তথ্য নিয়ে এসেছি যা ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল।
আর এই উপাদান অন্য কিছু নয় সকলের পরিচিত অ্যালোভেরা। অ্যালোভেরার সাথে ১ টেবিল চামচ ভিটামিন-ই তেল মিশিয়ে রাত্রে ভালো করে মাসাজ করে সকালে উঠে দেখবেন ত্বক অত্যন্ত সুন্দর হয়ে গিয়েছে।
এছাড়া অ্যালোভেরার সাথে গোলাপজল মিশিয়ে যদি মুখে, পিঠে ও গলায় মাসাজ করতে পারেন তাহলে উপকার পাবেন। তবে অনেকেই দোকান থেকে কেনা অ্যালোভেরা ব্যবহার করতে চান না। তারা চাইলে বাড়িতেই এই জেল বানিয়ে নিতে পারেন।
তার জন্য প্রথমে গাছ থেকে অ্যালোভেরা পাতা কেটে জলের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এতে তা থেকে হলুদ বিষ বেরিয়ে যাবে। এরপর আপনি সেই অ্যালোভেরা সহজেই ব্যবহার করতে পারবেন।