প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:৫৫ পিএম
উজ্জ্বল ফর্সা ত্বকের প্রতি দুর্বলতা রয়েছে সবারই। একজন মানুষের যোগ্যতার মধ্যে তার গায়ের রঙটিও বিবেচ্য! এতে করে শ্যামলা বা কালো বর্ণের মানুষ হীনম্মন্যতায় ভোগেন এবং মানসিকভাবে পিছিয়ে পড়েন। আর এসব কথা থেকে বাঁচতেই রাতারাতি গায়ের রঙ ফর্সা করতে বেছে নেন বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত ক্রিম।
তবে
বাজার চলতি ক্রিম যতটা
না কাজ করে তার
চেয়ে বেশি ত্বকের ক্ষতি
করে। এসব ক্ষতিকারক ক্রিমের
ওপর ভরসা না করে
প্রাকৃতিক উপায়েই এর সমাধান করুন।
জেনে নিন প্রাকৃতিক উপাদানে
রাতারাতি ফর্সা হওয়ার উপায়-
হলুদ
: রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদের একটি
ফেসপ্যাক লাগাতে পারেন। ১ চা চামচ
হলুদ গুঁড়ার সঙ্গে সমপরিমাণ ওটমিল, মধু এবং লেবুর
রস মিশিয়ে মুখে লাগান। ১৫
মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
পাকা
পেঁপে : পাকা পেঁপে ও
মধু একসঙ্গে মিশিয়ে মাখলে তা প্রাকৃতিক উপায়ে
ত্বককে ব্লিচ করে। এতে মুখের
দাগছোপ দূর হবে, ত্বকের
রঙ উজ্জ্বলও হবে।
আমন্ড
বা কাঠবাদাম : আমন্ডের পেস্ট দুধে মিশিয়ে নয়া
মিশ্রণ তৈরি করে ত্বকে
লাগান। ১০ মিনিট রেখে
ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
ডাবের
পানি : ডাবের পানি ত্বকের জন্য
খুবই উপকারী। ত্বকের জেল্লা ফেরাতে, কালো ছোপ দূর
করতে এর জুড়ি নেই।
টকদই
: ত্বকের রঙ ফর্সা করতে
টকদই ও লেবুর রসের
মিশ্রণ তৈরি করে ব্যবহার
করুন। এটি দারুণ কাজ
দেয়।
চন্দনের
গুঁড়া : চন্দন কাঠের গুঁড়া ত্বককে রাতারাতি ফর্সা করতে খুবই কার্যকরী।
এই গুঁড়া পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে
লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে
মুখ ধুয়ে ফেলুন।
তারিক/এম. জামান