• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ত্বকের মারাত্মক সব সমস্যার সমাধান মিলবে সবজির খোসাতেই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৫৮ এএম

ত্বকের মারাত্মক সব সমস্যার সমাধান মিলবে সবজির খোসাতেই

সিটি নিউজ ডেস্ক

আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কোনো না কোনো সবজি নিশ্চয়ই থাকে। কিছু কিছু সবজি আছে যার খোসা ফেলে দিতে হয়। আবার কিছু সবজির খোসা আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।
তবে জানেন কি, আমাদের ফেলে দেয়া সবজির খোসার ব্যবহারেই ত্বকের মারাত্মক সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এমন অনেক সবজি রয়েছে যেগুলোর খোসা দিয়ে তৈরি ফেসপ্যাক আপনার ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বড় ভূমিকা রাখবে। আবার আপনার ত্বকের ব্রণ দূর করতেও সাহায্য করবে। তাতে করে খরচ যেমন বেঁচে যাবে, তেমনই সুন্দর থাকবে ত্বক। চলুন জেনে নেয়া যাক ত্বকের মারাত্মক সব সমস্যার সমাধানে কীভাবে সবজির খোসা ব্যবহার করবেন-

লাউয়ের খোসা : লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে মুখে ঘষলেই একটা বাড়তি উজ্জ্বলতা পাবেন। সপ্তাহে একবার করুন। নিয়মিত এমনটা করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো।

করলার টুকরো : করলা কাটার পর ছোট টুকরো বা বোঁটার নিচের অংশগুলো ফেলে দেবেন না। রসটুকু মুখে মেখে নিন। কালো দাগ ছোপ, ব্রণের দাগ সব চলে যাবে।

শসার খোসা : রূপচর্চায় শসার পাশাপাশি শসার খোসাও সমান উপকারী। চোখের চারপাশের ডার্ক সার্কেল তুলুন শসার খোসা দিয়ে। ব্রণ কমাতেও কাজ করে শসার খোসা।

আলুর খোসা : মুখে ব্রণ নিয়ে সমস্যায় ভুগছেন যারা, তারা মুখে ঘষে নিন আলুর খোসা। আলুর খোসায় ভিটামিন-সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।

লেবুর খোসা : মুখে অবাঞ্ছিত লোম নিয়ে মুশকিলে পড়েন অনেকে। এক টুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে ব্লিচিং এফেক্ট রয়েছে যা লোম ঢেকে দেবে। মুখ থেকে ট্যান কমাতেও এটি কার্যকর।

গাজরের খোসা : গাজরের খোসা ছাড়িয়ে নিন। তারপর বেটে একটা পেস্ট তৈরি করুন। মুখে কোথাও বলিরেখা বা সূক্ষ্ম রেখা থাকলে তার ওপরে লাগান। মুখ উজ্জ্বল হয়ে উঠবে দ্রুতই।

তারিক/এম. জামান
আর্কাইভ