• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরিচ্ছন্নতার ৫টি টিপস

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০২:৩৩ পিএম

পরিচ্ছন্নতার ৫টি টিপস

সিটি নিউজ ডেস্ক

কিছু টিপস মনে রাখতে পারলে এটা-ওটা পরিষ্কার করার কাজকে আর ঝামেলা মনে হবে না। জিনিসপত্রও টিকে থাকবে অনেক দিন। এমন ৫টি টিপস থাকল আজ।

অনেক দিনের ব্যবহার করা জিনিসে দাগ পড়ে। দাগ দেখেই অনেকে জিনিসগুলো বাতিল করে দেন। তবে কিছু বস্তু আছে যেগুলোর দাগ দূর করে বানিয়ে ফেলা যায় চকচকে। বিশেষ করে প্লেট, কাপ, গ্লাস, বাটি ইত্যাদিতে ছোপ ছোপ দাগ দূর করা বেশ সহজ। বেকিং সোডা কুসুম গরম পানিতে পাতলা পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি দাগ পড়া অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন সহজেই।

তেল-চর্বিযুক্ত খাবার খেয়ে বেসিনে হাত ধুতে গেলেই বেসিনটা হয়ে যায় হলদেটে। দেখতেও বাজে দেখায়। ভিনেগার বেসিনে ছড়িয়ে ২০-২৫ মিনিট রেখে স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ঘষলেই দেখবেন ওই দাগ চলে গেছে।

বেসিনে ময়লা আটকে গেলে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। মিস্ত্রির জন্য বসে না থেকে ফুটন্ত পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে বেসিনে ঢেলে রেখে দিন, সারা রাত বেসিন ব্যবহার করবেন না। সকালেই ময়লা পরিষ্কার হয়ে যাবে।

খেয়াল রাখুন যেন পানি অথবা ভেজা জিনিসপত্র কাঠের আসবাবে পড়ে না থাকে। পানির জগ, গ্লাস ইত্যাদি রাখতে হলে তলানিটা মুছে রাখুন। কাঠের আসবাবে পানি জমে থাকলে সেটা কাঠের বেশ ক্ষতি করে। এমনকি এতে অদৃশ্য ছত্রাকও জন্মাতে পারে।

যে স্পঞ্জ বা কাপড় দিয়ে সব পরিষ্কার করবেন, সেটা জীবাণুমুক্ত করাও কিন্তু জরুরি। আর ক্ষেত্রে স্পঞ্জ বা কাপড়টিকে ভিজিয়ে ৩০-৪০ সেকেন্ড মাইক্রোওয়েভে রাখুন। এতে মারা যাবে যাবতীয় ব্যাকটেরিয়া।

তারিক/এম. জামান

আর্কাইভ