• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কাবুল কারাগার থেকে বের হলেন তিন বাংলাদেশি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৪:৪৬ পিএম

কাবুল কারাগার থেকে বের হলেন তিন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান বাহিনী আফগানিস্তানের বিভিন্ন শহর দখলে নেয়ার পর সেখানার কারাগারগুলো খুলে দিচ্ছে। কাবুল দখল করার পরই সেখানকার প্রধান কারাগার পুল-ই-চরখি উন্মুক্ত করে দিয়েছে তালেবানরা। সেখানে বন্দি থাকা চার বাংলাদেশির মধ্যে ৩ জন বেরিয়ে এসেছেন।

সোমবার (১৬ আগস্ট) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দেশটির সঙ্গে কূটনৈতিক দেখভাল করার দায়িত্ব উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের।

তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে তালেবানরা কাবুলে প্রবেশের পর সেখানকার কারাগারের দরজা খুলে দেয়া হয়। এতে কারাবন্দি ৩ বাংলাদেশি বেরিয়ে আসতে সক্ষম হন।’

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের কোনো নাগরিক দেশটির অন্য কোথাও আছেন কি না, তা জানাতে আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি যদি থেকে থাকেন, তাদের সহায়তার জন্য দুটি হটলাইন (+৯৯৮৯৭৪৪০২২০১ ও +৯৯৮৯০৩২৭৫১৫২) খোলা হয়েছে।

তাসখন্দের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, কারাগার থেকে পালানো তিনজন হলেন- খুলনার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের কাওসার সুলতানা ও ফেনীর উবাইদুল্লাহ হারুন। জেলে থাকা অপর বাংলাদেশি সিরাজ আবদুস সাত্তারের কোনো হদিস এখনও মেলেনি। বাংলাদেশের কোন জেলা বা উপজেলায় তার বাড়ি সে সম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানিয়েছে তাসখন্দ মিশন।

জানা যায়, কারাগার থেকে বেরিয়ে যাওয়া তিন বাংলাদেশি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো মিশন নেই। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম রাষ্ট্রদূত হিসেবে আফগানিস্তানের দায়িত্বও পালন করছেন।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ