• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আবারও লকডাউনে যাচ্ছে জার্মানি

প্রকাশিত: মে ৪, ২০২১, ০৮:৪১ পিএম

আবারও লকডাউনে যাচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত হেনেছে জার্মানিতে। দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে। 

দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর কড়াকড়ি তুলে নেয়া হয়েছিল দেশটিতে। ধারণা করা হচ্ছে, এ কারণেই আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ।

এ অবস্থায় শুক্রবার (১৯ মার্চ) ১৬টি প্রদেশের নেতাদের সঙ্গে বসেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আগামী সোমবার (২২ মার্চ) তাদের সঙ্গে আবারও বসবেন। এদিনই লকডাউন কঠিন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কেল বলেন, ‘অবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমাদের এখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। তাই এর গতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

সবুজ/মাহফুজ
আর্কাইভ