• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জার্মানিতে টিকার বদলে স্যালাইন পুশ!

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০১:৫৭ পিএম

জার্মানিতে টিকার বদলে স্যালাইন পুশ!

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। টিকা আবিষ্কারের পরও স্বস্তিতে নেই বিশ্ববাসী। আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেও মানুষকে টিকা দেয়া নিয়েও ঘটছে নানা নেতিবাচক ঘটনা। অনুন্নত দেশে যেমন ঘটছে তেমনি উন্নত দেশেও। সর্বশেষ উদাহরণ—বিশ্বের অন্যতম উন্নত দেশ জার্মানির একটি ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, টিকাদান কর্মসূচির মধ্যে প্রায় ৮ হাজার ৬০০ জনের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন পুশের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে পরে পুলিশ তদন্ত শুরু করে এবং রেডক্রসের একজন নার্স এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ মানুষকে নতুন করে করোনা টিকা নেয়ার আবেদন জানিয়েছে।

ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তর জার্মানির নর্থ সি কোস্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল ফ্রাইসল্যান্ডে। গত বসন্তের শুরুতে ঘটে এ ঘটনা। সে সময় ফ্রাইসল্যান্ডের টিকাদান কেন্দ্রে অভিযুক্ত ওই নার্স মানুষের শরীরে আসল করোনা টিকার পরিবর্তে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করেন।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে আবার টিকা নেয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার (১০ আগস্ট) একটি নির্দেশনা জারি করে। স্থানীয় কাউন্সিলর এসভেন অ্যামব্রোসি ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এই ঘটনায় ক্ষুব্ধ ও ব্যথিত বলে জানিয়েছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহে স্যালাইন প্রবেশ ক্ষতিকর কিছু নয়। তবে গত মার্চ ও এপ্রিলে যখন স্যালাইন পুশের এই ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে তখন ফ্রাইসল্যান্ড এলাকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে করোনা টিকা না দিয়ে মানবদেহে স্যালাইন পুশের এই ঘটনার পেছনের কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া সন্দেহভাজন অভিযুক্ত ওই নার্সের নামও প্রকাশ করেনি পুলিশ। পুলিশের তদন্ত কর্মকর্তারা বলছেন, ইতিপূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা টিকার সমালোচনা ও কার্যকারিতা নিয়ে সন্দেহ জানিয়ে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন অভিযুক্ত ওই নার্স।

সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, ভ্যাকসিন প্রতারণা-সংক্রান্ত এই মামলাটি স্পেশাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শামীম/সবুজ/এএমকে
আর্কাইভ