• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

প্রতিদিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক রোগী শনাক্ত হচ্ছে

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৫:২৪ পিএম

প্রতিদিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক রোগী শনাক্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

টিকা আবিষ্কার সত্ত্বেও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। অতিসংক্রামক ডেল্টা ধরনের কারণে শুধু যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হচ্ছে। গত শীতের পর আবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা ডেল্টার বিস্তার ঠেকাতে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেয়া হিসাব অনুযায়ী, কোভিড টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর দেশটির মোট ৭০. শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। আর পূর্ণ ডোজ নেয়া প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ৬০. শতাংশ। তবে দেশটির অনেকে এখনও টিকা নিতে অনীহা প্রকাশ করছেন। লাখ লাখ মানুষ টিকা নেননি। টিকা নিতে সরকার নানা প্রণোদনা আর প্রচারণা চালাচ্ছে। তারপরও টিকাদানের হার কম। ফ্লোরিডা টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণ শুরু হয়েছে।  

যুক্তরাষ্ট্রের সিডিসির পরিচালক রোশেলে ওয়ালেনেস্কি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেছেন, ‌‘আমাদের মডেলে দেখা যাচ্ছে যে, যদি আমরা মানুষকে টিকা দিতে না পারি তাহলে প্রতিদিন লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছে। যেমনটা হয়েছিল গত জানুয়ারির শুরুতে।

মাস পর গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে দৈনিক লক্ষাধিক রোগী শনাক্ত হতে থাকে। পরে জানুয়ারির দিকে সেই সংক্রমণ আড়াই লাখ পেরিয়ে যায়। তবে জুনে দৈনিক গড়ে আক্রান্ত ছিল ১১ হাজারের মতো। এর ছয় সপ্তাহ পর এখন আবার দৈনিক লক্ষাধিক আক্রান্ত হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ার কারণে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা আবার বেড়েছে। চলতি বছরের শুরুর তুলনায় এই হার এখন কম হলেও আগামী দিনে বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন কোটি ৫৭ লাখের বেশি কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লাখ ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। করোনা শনাক্ত মৃত্যুতে বরাবরের মতো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে প্রকোপ নিয়ে আবার উদ্বেগ দেখা দিয়েছে।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ