আন্তর্জাতিক ডেস্ক
করোনা প্রতিরোধী টিকা গ্রহণ না করে অফিসে প্রবেশ করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন তিন কর্মীকে চাকরিচ্যুত করেছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি এই তিন কর্মীকে বরখাস্ত করে। তবে গণমাধ্যমটি তাদের তরফ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানটির সব কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীন বার্তা অন্যান্য সংবাদমাধ্যমের হাতে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
কর্মীদের কাছে পাঠানো বার্তায় সিএনএন'র প্রেসিডেন্ট জেফ জুকার জানিয়েছেন, এ ধরনের কাজের ব্যাপারে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করেছে কোম্পানি। কোনো কর্মী টিকা না নিয়ে অফিসে প্রবেশ করতে পারবে না। টিকা না নিলে অন্য কর্মীদের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করারও নির্দেশনা দেয়া হয় এতে।
এতে বলা হয়, বার্তা, খেলাধুলা, স্টুডিও বিভাগের যারাই অফিসে প্রবেশ করবেন তাদের অবশ্যই টিকা নিতে হবে। আমরা কয়েক মাস ধরে এ বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছি। তাই এখন কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়।
করোনার মধ্যে সিএনএন বেশিরভাগ কর্মীদের নিজ বাসা ও মাঠ পর্যায় থেকে কাজ করার নির্দেশনা দেয়। পরে টিকা নিয়ে স্বেচ্ছায় অফিসে কাজ করতে চাওয়া কর্মীদের জন্য বেশিরভাগ অফিস খুলে দেয়া হয়। তবে টিকা না নিলে অফিসে প্রবেশের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।
সম্রাট/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন