আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ১২ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৩৩১ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৭ লাখ ১২ হাজার ৬২৮ জন। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৯ কোটি ৯০ লাখ ২৭ হাজার ১১০ জন।
শনিবার (২০ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এসব তথ্য জানা গেছে। করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি চার লাখ ২৪ হাজার ৮৮২। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৯৮ জনের।
দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজার ৫২৫ জনের। ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫। এর মধ্যে এক লাখ ৫৯ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়েছে।
এএম
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন