আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছে আয়ারল্যান্ড। ইউরোপের দেশ নরওয়েতে টিকা নেয়ার পর কিছু মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে এমন খবরের পরেই এ ঘোষণা দিল দেশটি।
দেশটির স্থানীয় সময় রোববার (১৪ মার্চ) এ ঘোষণা দেয় জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটি (এনআইএসি)।
এনআইএসি জানায়, ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার সম্পূর্ণ তথ্য পাওয়ার আগ পর্যন্ত আয়ারল্যান্ডে এটি ব্যবহৃত হবে না।
এর আগে গত শনিবার নরওয়ে কর্তৃপক্ষ জানায়, টিকা নেয়ার পর তিন স্বাস্থ্যকর্মীর মাঝে অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। রক্তপাত, রক্ত জমাট বাঁধা এবং রক্তের প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নরওয়ের এমন খবর দেয়ার পরেই আয়ারল্যান্ড টিকাদান কর্মসূচি স্থগিত করল।
এদিকে টিকা নেয়ার ফলে রক্ত জমাট বাঁধছে এমন খবরের প্রতিবাদ জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। রোববার প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ১৭ মিলিয়নের বেশি লোক আমাদের টিকা নিয়েছে। এর মধ্যে রক্ত জমাট বাঁধার ঝুঁকির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রক্তে জমাট বাঁধে এমন প্রতিবেদনে অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, বুলগেরিয়া, ইতালি ও থাইল্যান্ড। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ বলেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এমনকি রক্ত জমাট বেঁধে যাওয়ার সত্যতা সম্পর্কে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এএএম
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন