• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইসলাম ও মুসলমানদের প্রশংসা করলেন পুতিন

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৫:২৯ পিএম

ইসলাম ও মুসলমানদের প্রশংসা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলাম ধর্ম এবং রাশিয়ার মুসলিমদের ভূয়সী প্রশংসা করেছেন। পবিত্র ইদুল আজহায় মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের শান্তির বাণী প্রচার করায় তাদের ধন্যবাদ জানান।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি মুসলমান রাশিয়ায় বাস করে। দেশটিতে বাস করা মুসলমানের সংখ্যা কোটি। খ্রিষ্টানপ্রধান দেশটিতে ইসলাম এখন দ্বিতীয় বৃহত্তম ধর্ম।

ইসলাম ধর্মের প্রশংসা করে পুতিন বলেন, ‘এটি শান্তির ধর্ম। ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুশৃঙ্খল এবং রাষ্ট্রীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল। মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার পারিবারিক বন্ধন অটুট।

পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়ার মুসলিমরা নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখছে। কারণে রাশিয়ায় দিন দিন দ্যুতি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের।

ইদুল আজহা উপলক্ষে মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও পৃথক বাণীতে মুসলিমদের শুভেচ্ছা জানান।

শামীম/সবুজ/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ