• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রাখার প্রস্তাব মমতার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১০:১৪ এএম

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রাখার প্রস্তাব মমতার

আন্তর্জাতিক ডেস্ক

বিধানসভা নির্বাচনে জেতার পর প্রথম দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার মোদির সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন মমতা। সেখানে মুখ্যমন্ত্রী আবারও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব তুলেছেন। 

পশ্চিমবঙ্গের নামবদল প্রসঙ্গ বৈঠকে তুলেছেন জানিয়ে মমতা বলেছেন, ‘অনেকদিন ধরেই বিষয়টি কেন্দ্রের কাছে পড়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভেবে দেখবেন।’ উল্লেখ্য, মমতা সরকার ইতোমধ্যে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব কেন্দ্রকে করেছে।'

বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আরও টিকা চেয়েছেন জানিয়ে সাংবাদিকদের মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ জনবহুল রাজ্য। আর তাই জনসংখ্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গকে টিকা দেয়া উচিত। জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত  টিকা রাজ্য পাচ্ছে না।’

পেগাসাস নিয়ে কী কোনো কথা হয়েছে কিনা প্রশ্ন করা হলে মমতার জবাব, ‘নরেন্দ্র মোদির সঙ্গে তার কী কথা হয়েছে, তা বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। তবে তিনি চান প্রধানমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠক ডাকুন এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিষয়টির তদন্ত হোক।’

একইদিন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে পেগাসাস-কাণ্ড নিয়ে বৈঠক করেছেন। সেখানে বিএসপি, ডিএমকে, এনসিপি, সিপিএমসহ দেশটির বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা উপস্থিতি ছিলেন।

জোটের নেতৃত্ব নিয়ে মমতা বলেছেন, ‘জনতাই এর নেতৃত্ব দেবে। ২০২৪ সাল আসতে এখনও দেরি। তার আগে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। সেখানে বিরোধীরা একটা কৌশল নিয়ে যাতে লড়ে তার চেষ্টা হচ্ছে।’

আজ বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মমতা। বিরোধী ঐক্যের নিরিখে এই বৈঠক গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের পর দুই নেত্রীর মধ্যে এটাই হবে প্রথম সাক্ষাৎকার। রাজনীতি নিয়ে তিনি কথা বলবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও।

শামীম/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ