• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সরিয়ে দেয়া হলো তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৫:০৬ পিএম

সরিয়ে দেয়া হলো তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে। রোববার (২৫ জুলাই) নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সোমবার খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। উদ্ধৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রোববারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশ্যেচলে যাও, চলে যাওবলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

এদিকে নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গুলি নিক্ষেপ করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দেবে গুলি দিয়ে।

শামীম/সবুজ/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ