• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জর্ডানে অপ্রাপ্তবয়স্কদের করোনা টিকা দেয়া শুরু

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৪:৫২ পিএম

জর্ডানে অপ্রাপ্তবয়স্কদের করোনা টিকা দেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

জর্ডানে এবার অপ্রাপ্তবয়স্কদের করোনা টিকা দেয়া শুরু করেছে। পর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। রোববার (২৫ জুলাই) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেত্রা।

পেত্রার প্রতিবেদন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ব্যবহার করা হচ্ছে জর্ডানে। যেসব অপ্রাপ্তবয়স্ক টিকা নিতে আসছে, তাদের সবার জন্য অভিভাকদের অনুমোদন বাধ্যতামূলক করেছে দেশের সরকার।

চলতি বছর মার্চের দিকে গুরুতর করোনা পরিস্থিতি পার করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ। ওই মাসে প্রায় প্রতিদিন সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি রোগী।

তবে সম্প্রতি দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় চলতি জুলাই মাসের শুরু থেকেই করোনাবিষয়ক অধিকাংশ বিধিনিষেধ তুলে নিয়েছে জর্ডান। ইতোমধ্যে জিম, সুইমিংপুল, হোটেলসমূহের নাইট ক্লাব-প্রভৃতি খুলে দেয়া হয়েছে।

জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছেন লাখ ৬৩ হাজার ৪৩৭ জন এবং মারা গেছেন মোট হাজার ৯৩৩ জন।

বর্তমানে জর্ডানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হাজার ৪৮৯ জন। গত শুক্রবার সেখানে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৩৩১ জন এবং মারা গেছেন জন।

জর্ডানের আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলে অপ্রাপ্তবয়স্কদের টিকাদান শুরু হয়েছে।

শামীম/এএমকে

আর্কাইভ