• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

টিকা নিয়ে ব্যঙ্গকারীর মৃত্যু করোনায়

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৩:৫৪ পিএম

টিকা নিয়ে ব্যঙ্গকারীর মৃত্যু করোনায়

আন্তর্জাতিক ডেস্ক

করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে টিকা নেয়ার হার দিনে দিনে বেড়ে চলেছে। তবে শুরুতে টিকা নিয়ে কম ব্যঙ্গ হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ব্যঙ্গ করেছিলেন। তাদের একজন স্টিফেন হারমন।  

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা হারমন করোনার টিকা নিয়ে ব্যঙ্গ করতে সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছিলেন। সেই করোনায় আক্রান্ত হয়ে তাকে পৃথিবীর মায়া ছাড়তে হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাসখানেকের প্রাণপণ লড়াই শেষে গত বুধবার (২১ জুলাই) তিনি মারা যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি হারমন হিলসং মেগাচার্চের সদস্য এবং কোভিড-১৯ টিকার কট্টরবিরোধী। করোনা টিকা গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ব্যঙ্গ করেছেন।

টুইটারে ৩৪ বছর বয়সী স্টিফেন হারমনের সাত হাজার ফলোয়ার রয়েছে। গত জুন মাসে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার ৯৯টি সমস্যা রয়েছে, কিন্তু তার মধ্যে টিকা নেয়া-সংক্রান্ত একটিও (সমস্যা) নেই।’

বিবিসি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লস অ্যাঞ্জেলেসের বাইরের একটি হাসপাতালে নিউমোনিয়া ও কোভিডের চিকিৎসা নিচ্ছিলেন স্টিফেন হারমন। গত বুধবার তিনি সেখানে মারা যান। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও জীবিত থাকতে নিজের লড়াইয়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থার ছবিও পোস্ট করেন স্টিফেন।

এক পোস্টে তিনি লেখেন, ‘দয়া করে আপনারা সবাই দোয়া করুন। তারা (চিকিৎসক) আমাকে টিউবের মধ্যে ভরে ভেন্টিলেটরে রাখতে চায়।’

বুধবার টুইটারে দেয়া সর্বশেষ টুইটে তিনি ইনটিউবেশনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি সেখানে লেখেন, ‘কখন জেগে উঠব জানি না। সবাই প্রার্থনা করুন।’

করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের জীবন হুমকির মুখে থাকলেও টিকা নিতে চিকিৎসকদের পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন স্টিফেন হারমন। তিনি দাবি করেছিলেন, তার ধর্মীয় বিশ্বাসই তাকে রক্ষা করবে।

এমনকি মৃত্যুর আগেও করোনা মহামারি ও কোভিড ভ্যাকসিন নিয়ে ব্যঙ্গ করেন হারমন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা টুইটে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির চেয়েও বাইবেলকে তিনি বেশি বিশ্বাস করেন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ৩ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৬ হাজার ৭১১ জন মারা গেছেন।

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ