• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মিয়ানমারের কুখ্যাত ইনসেইন কারাগারে দাঙ্গা!

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০১:০৬ পিএম

মিয়ানমারের কুখ্যাত ইনসেইন কারাগারে দাঙ্গা!

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের কুখ্যাত ইনসেইন কারাগারে দাঙ্গা শুরু হয়েছে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত এই কারাগারে অভ্যুত্থানের পর গ্রেপতার করা বিরোধী নেতাকর্মীদের রাখা হয়েছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা দাঙ্গার কথা বলেছেন। তবে অন্যরা ভিন্ন কথা বলছেন। তারা জানিয়েছেন, কারাবন্দিরা কারাগারে বিক্ষোভ করেছেন। কারাগারের ভেতর থেকে সামরিক জান্তাবিরোধী স্লোগান দেয়া হয়।  

অধিকারকর্মীরা বলছেন, করোনা সংক্রমণ দেখা দেয়ায় ওই জেলখানার ভেতরে পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে। এর প্রতিবাদে  কারাবন্দিরা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘স্বৈরাচার নিপাত যাক’ বলে স্লোগান দেয়।

আল-জাজিরা জানিয়েছে, বিক্ষোভে বন্দিরা স্লোগান দিচ্ছে। ‘বিক্ষোভ বিক্ষোভ’, ‘গণঅভ্যুত্থান অবশ্যই বিজয়ী হবে’—এসব স্লোগান দিতে থাকেন তারা। 

আল-জাজিরা আরও জানিয়েছে, অভ্যুত্থানের পর মিয়ানমারে এটাই এ ধরনের প্রথম বিক্ষোভ। দেশটিতে প্রতিদিনই জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারই অংশ হিসেবে ঔপনিবেশিক আমলের ইনসেইন জেলখানার ভেতরে শুক্রবার (২৩ জুলাই) বিক্ষোভ হয়। সেখান থেকে যেসব ভিডিও বাইরে এসেছে তাতে বিক্ষোভকারীদের ওইসব স্লোগান দিতে দেখা যায়। থাইল্যান্ডভিত্তিক অধিকারবিষয়ক গ্রুপ অ্যাসিসট্যান্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) বলেছে, এই বিক্ষোভ শুরু হয় নারী বন্দিদের ব্লক থেকে। পরে তাতে কিছু কারারক্ষী সমর্থন দেন।

মিয়ানমার প্রিজন ডিপার্টমেন্টের ডেপুটি পরিচালক চ্যান নিইন কাইওয়া রাষ্ট্র পরিচালিত মিডিয়া মায়াবতীকে বলেছেন, জেলখানার ভেতর দাঙ্গা হয়েছে। এ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে এবং বন্দিদের দাবি ও অনুরোধ মেনে নেয়ার চেষ্টা চলছে। 

এএপিপি বলেছে, শুক্রবার দিনের শুরুতে ওই কারাগারে প্রবেশ করে সেনাবাহিনী। তারা স্টাফদের অস্ত্রশস্ত্র জব্দ করেছে। এ বিষয়ে ফোন করা হলে তার উত্তর দেননি জেল মুখপাত্র জাওয়া জাওয়া। তবে তিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ফেসবুকে দেয়া এক পোস্টে সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ উপায়ে এবং সবার মৌলিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে দৃষ্টি রেখে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ও ইউরোপিয়ান ইউনিয়নের ৯টি সদস্য দেশের কূটনীতিকরা। ইনসেইন কারাগার এবং অন্য কারগারে বন্দি সবার যথাযথ মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এ মাসের শুরুর দিকে এই কারাগার থেকে কমপক্ষে দুই হাজার বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার। এর মধ্যে কয়েকজন সাংবাদিক রয়েছেন। তাদেরকে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে আটক করা হয়েছিল। 

এএপিপি বলেছে, কারাবন্দিদের চিকিৎসা সুবিধা নিশ্চিত না করায় বিক্ষোভ হয়েছে। এমনকি জেলখানার স্টাফদেরকেও দেয়া হয়নি কোভিড-১৯ সুরক্ষা। ক্ষমতাচ্যুত অং সান সুচির সিনিয়র উপদেষ্টা নাইয়ান উইন মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন। তিনি কারাগারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শামীম/এএমকে
আর্কাইভ