• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মহারাষ্ট্রে ভূমিধসে ৬৭ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১২:৪৯ এএম

মহারাষ্ট্রে ভূমিধসে ৬৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসসহ নিম্নাঞ্চলে শতাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভারতের পশ্চিম উপকূলের বেশির ভাগ এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার (২৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কারণ যেকোনো সময় বাঁধ উপচে নদীর পানি ঢুকে পড়তে পারে লোকালয়ে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিকদের জানিয়েছেন, অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় ভূমিধস এবং নদীর কূল প্লাবিত হতে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

রাজ্য সরকারের মন্ত্রী বিজয় ওয়াদেটিওয়ার বলেছেন, বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তালিয়া এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রামের অধিকাংশ বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে।

রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাইয়ে একটি ভবনধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের অন্যান্য অংশে ভারী বর্ষণের পর ভূমিধসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, সাতাড়া, রায়গাড ও রত্নাগিরি অঞ্চলে ভূমিধসের পর নিখোঁজ রয়েছে অনেকে।

মহারাষ্ট্রের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাই-বেঙ্গালুরুর মহাসড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক হাজার ট্রাকসহ বিভিন্ন যান আটকা পড়েছে এই সড়কে। কয়েক শ গ্রাম ও শহরের বাসিন্দারা বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

তরিকুল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ