• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ইউরোপে শিশুদের জন্য মডার্নার টিকার অনুমোদন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১১:৩৪ পিএম

ইউরোপে শিশুদের জন্য মডার্নার টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপে ১২-১৭ বছরের শিশু-কিশোরদের জন্য মডার্নার করোনার টিকার অনুমোদন দিয়েছে। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এ  বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এই নিয়ে এই অঞ্চলের শিশু-কিশোরদের জন্য করোনার দুটি টিকার অনুমোদন দেওয়া হলো।

 সংস্থাটি বলেছে, ‘১৮ বছর ও এরচেয়ে বেশি বয়সীদের মতোই ১২ থেকে ১৭ বছরের শিশুদের বেলায় স্পাইকভ্যাক্স টিকা ব্যবহার করতে হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী তিন হাজার ৭৩২ শিশুর ওপর স্পাইকভ্যাক্সের প্রভাব পরীক্ষা করা হয়েছে’।

মডার্নার টিকার নাম দেওয়া হয়েছে স্পাইকভ্যাক্স।  চার সপ্তাহের ব্যবধানে এই টিকার দুটি ডোজ নিতে হবে। এর আগে গত মে মাসে ফাইজার-বায়োএনটেকের টিকা শিশুদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছিল ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি।
তরিকুল


আর্কাইভ