• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

তালেবান-আফগান সরকার বৈঠক : ফলাফল ছাড়াই শেষ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৩:৩২ পিএম

তালেবান-আফগান সরকার বৈঠক : ফলাফল ছাড়াই শেষ

আন্তর্জাতিক ডেস্ক

কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে আফগান সরকার তালেবানের মধ্যে সংলাপ। কাতারের রাজধানী দোহায় দুই দিনব্যাপী সংলাপ হয়। তবে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। রোববার (১৮ জুলাই) রাতে আফগান সরকার তালেবান-পক্ষের প্রতিনিধিদলের প্রধানরা এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার কথা জানান।

আফগান সরকারের প্রতিনিধিদলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, দোহা বৈঠকে দুপক্ষ তাদের মতামত স্পষ্ট করে তুলে ধরেছে এবং বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।

আব্দুল্লাহর বক্তব্য শেষ হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তালেবান প্রতিনিধিদলের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত তালেবান মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় ছয় ধারা বিশিষ্ট একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, দোহা বৈঠকে দুপক্ষ আফগানিস্তানের অবকাঠামো রক্ষা করার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সম্মত হয়েছে।

দোহা শান্তি আলোচনা শুরু হওয়ার পর ধারণা করা হচ্ছিল আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে দুপক্ষ।

কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে কোনো পক্ষই সে রকম কোনো ঘোষণা দেয়নি। ছাড়া দুপক্ষ এমন একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে যাতে পারস্পরিক আস্থা, সংবিধান আফগান রাজনৈতিক প্রক্রিয়ার একটি রোডম্যাপ ঘোষিত হবে বলেও আশা করা হচ্ছিল। কিন্তু তেমন কোনো ঘোষণাও আসেনি।

তালেবান আফগান সরকারের প্রতিনিধিদল দুই দিনই আলোচনা শেষে সংক্রান্ত বিষয়বস্তু, আলোচনার পরিবেশ ইত্যাদি বিষয় গোপন রাখার চেষ্টা করেছে। দোহা শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকেরা উপস্থিত থাকলেও আলোচনার বাকি সেশনসগুলোতে আফগানিস্তানের দুই আলোচক পক্ষ কাতারের আফগানবিষয়ক প্রতিনিধি ছাড়া আর কাউকে রাখা হয়নি।

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ