• ঢাকা রবিবার
    ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত ৫, আহত পাঁচ শতাধিক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:১৭ পিএম

ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত ৫, আহত পাঁচ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৫৬০ ছাড়িয়েছে। দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তা জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সোর্সের দাবি অনুসারে এখন পর্যন্ত অন্তত এক ডজনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে এই দুর্ঘটনায়।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ৩য় দফায় পরমাণু আলোচনা চলছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা হলো।

তবে এটি কোনো ধরনের নাশকতা নয়, দাহ্য পদার্থের কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা। ইসরায়েলও ইতোমধ্যে দাবি করেছে, তারা এর সাথে জড়িত নয়।

এদিকে, ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বিস্ফোরণের পরই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল। এ ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়।

হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ১৬ কিলোমিটার দূরের বাড়িঘরের জানালাও ভেঙে যায়। এছাড়া, বন্দরটির একটি ভবনের দরজা জানালাও উড়ে গেছে।

আর্কাইভ