• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কেনিয়াতে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৬:৫০ পিএম

কেনিয়াতে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

কেনিয়াতে একটি পেট্রল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। চলন্ত ট্যাংকারটি উল্টে গেলে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রাজধানী নাইরোবি থেকে ৩১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মালাঙ্গা শহরের কাছে শনিবার (১৮ জুলাই) ওই দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, ট্যাংকার উল্টানোর পর মানুষজন সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল সেখানে। সে সময়ই বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

কেনিয়া পূর্ব আফ্রিকা অঞ্চলে জ্বালানিবাহী ট্যাংকারের ভয়াবহ দুর্ঘটনায় পতিত হওয়া দুর্লভ কোনো বিষয় নয়। তবে ২০০৯ সালে ঘটেছিল সবচেয়ে ভয়াবহ ঘটনাটি। সে সময় নাইরোবিতে একটা তেলবাহী ট্যাংকার উল্টে গিয়েছিল। স্থানীয়রা ট্যাংকার থেকে তেল সংগ্রহের সময় সেটি বিস্ফোরিত হলে শতাধিক লোক নিহত হয়েছিল। ছাড়া ২০১৯ সালে তাঞ্জানিয়াতে তেল ট্যাংকারের  বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছিল। আর ২০১৫ সালে একই ধরনের ঘটনায় দক্ষিণ সুদানে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ