• ঢাকা মঙ্গলবার
    ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সুদানে দুর্ভিক্ষের মাঝে শরণার্থীশিবিরে বিদ্রোহী বাহিনীর হামলায় নিহত ১০০

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৩৪ পিএম

সুদানে দুর্ভিক্ষের মাঝে শরণার্থীশিবিরে বিদ্রোহী বাহিনীর হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী আল-ফাশেরের কাছে শরণার্থীশিবির জমজম ও আবু শোরুকে দুই দিন ধরে ভয়াবহ হামলা চালায় বিদ্রোহী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ২০ শিশু ও ৯ ত্রাণকর্মীও রয়েছেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়ক ক্লেমেন্টাইন এনকোয়েটা সালামি বলেন, এটি একটি সংঘবদ্ধ সহিংসতা, যেখানে দুর্ভিক্ষপীড়িত বেসামরিক লোকজন ও মানবিক কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। চলমান সংঘাতের কারণে ৫ লাখেরও বেশি মানুষ মানবিক সংকটে পড়তে পারেন বলে সতর্ক করেছেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকতে পারে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো আরএসএফ কমান্ডার মোহাম্মেদ হামদান দাগালোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে।

সুদানের ডাক্তার্স ইউনিয়ন ও রিলিফ ইন্টারন্যাশনালের বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন জমজম ক্যাম্প হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ বাবাকের ইদ্রিস এবং রিলিফ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান আদম বাবাকের আবদুল্লাহ। এছাড়াও অন্য ৭ সহকর্মী মধ্যে রয়েছেন নার্স, স্বাস্থ্যকর্মী ও লজিস্টিক স্টাফ।

আর্কাইভ