• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হাঙ্গেরিতে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৮:৫০ পিএম

হাঙ্গেরিতে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরিতে গেলে তাকে গ্রেপ্তার করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

বুধবার (২ এপ্রিল) হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদন মতে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে নেতানিয়াহু চলতি সপ্তাহে দেশটিতে সফরে যাবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর প্রেক্ষিতেই নিউইয়র্কভিত্তিক অধিকার গোষ্ঠী এইচআরডব্লিউ মঙ্গলবার (১ এপ্রিল) জানায়, হাঙ্গেরির উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রবেশে বাধা দেওয়া অথবা তিনি দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা।


গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 
 
আইসিসির সদস্য দেশ হিসেবে, হাঙ্গেরি তার ভূখণ্ডে প্রবেশকারী যেকোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং আত্মসমর্পণ নিশ্চিত করতে সহযোগিতা করতে বাধ্য। নিজস্ব পুলিশ বাহিনী ছাড়া, গ্রেপ্তারের ক্ষেত্রে সহায়তা করার জন্য দেশগুলোর ওপর নির্ভর করে আইসিসি।

এদিকে এইচআরডব্লিউ’র আন্তর্জাতিক বিচার পরিচালক লিজ ইভনসন বলেছেন, নেতানিয়াহুকে অরবানের আমন্ত্রণ গুরুতর অপরাধের শিকারদের প্রতি অবমাননা।
 
তিনি আরও বলেন, আইসিসির সদস্য হিসেবে হাঙ্গেরির উচিত তার আইনি বাধ্যবাধকতা মেনে চলা এবং নেতানিয়াহু সেখানে পা রাখলে তাকে গ্রেপ্তার করা।

আর্কাইভ