
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:৪৫ এএম
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে বিচ্ছিন্নতাবাদীর হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। রেললাইনে বিস্ফোরক রেখে থামতে বাধ্য করা হয় ট্রেনটিকে। জিম্মি করা হয় যাত্রীদের। প্রায় ৫শ’ যাত্রী নিয়ে পেশাওয়ার যাচ্ছিলো ট্রেনটি। হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।
আজ ভোরে শেষ খবর পাওয়া পর্যন্ত রেডিও পাকিস্তান জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ৮০ জন জিম্মিকে উদ্ধার করেছে। ‘নিরাপত্তা বাহিনীর সূত্রের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ জন শিশু। নিরাপত্তা বাহিনীা বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধারে কাজ করছেন।
অন্যদিকে, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩০ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদের মধ্যে বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য। গুরুতর আহত ট্রেন চালকসহ বহু যাত্রী।