• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

গাজা নিয়ে উপসাগরীয় দেশ, জর্ডান ও মিশরের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:০৭ এএম

গাজা নিয়ে উপসাগরীয় দেশ, জর্ডান ও মিশরের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে জর্ডান ও মিশরের শীর্ষ নেতারাও অংশ নেন।  

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ফিলিস্তিনি ইস্যুতে যৌথ প্রচেষ্টা, গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।  

যেসব নেতা বৈঠকে অংশ নেন  

বৈঠকে উপস্থিত ছিলেন— সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল-নাহিয়ান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল-খলিফা।  

জরুরি আরব সম্মেলনকে স্বাগত জানালেন নেতারা

বৈঠকে অংশ নেওয়া নেতারা আগামী ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি আরব সম্মেলনকে স্বাগত জানান। বৈঠকে গাজায় সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। নেতারা  চলমান যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা ও ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।  

দ্বি-রাষ্ট্র নীতির প্রতি সমর্থন  

নেতারা ফিলিস্তিন সমস্যা সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানান।  

আর্কাইভ