• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
ইউক্রেইন বিষয়ক মার্কিন দূত কিথ কেলগ

জেলেনস্কিকে ‘সাহসী নেতা’ বললেন ট্রাম্পের দূত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:৩৫ পিএম

জেলেনস্কিকে ‘সাহসী নেতা’ বললেন ট্রাম্পের দূত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যাকে একদিন আগেই ‘স্বৈরাচারী শাসক’ বলে সমালোচনা করেছিলেন, সেই ভলোদিমির জেলেনস্কিকেই এবার ‘সাহসী নেতা’ বলে প্রশংসায় ভাসালেন খোদ ট্রাম্পের দূত কিথ কেলগ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইউক্রেইন বিষয়ক বিশেষ দূত কেলগ কিইভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন।

বৈঠক সম্পর্কে এক্সে তিনি লেখেন, “ইউক্রেইনের ঊর্ধবতন নেতৃত্বের সঙ্গে লম্বা একটি একান্ত দিন কাটল। যুদ্ধের মধ্যে থাকা দেশটির লড়াকু ও সাহসী নেতা জেলেনস্কি ও তার বুদ্ধিদীপ্ত জাতীয় নিরাপত্তা টীমের সঙ্গে বিস্তারিত ইতিবাচক আলাপ হয়েছে।”

মার্কিন দূত কেলগ বৈঠক নিয়ে জেলেনস্কিরও ইতিবাচক বিশ্লেষণ এক্সে পোস্ট করেন। তাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন, কেলগের সঙ্গে বৈঠক নতুন করে আশার সঞ্চার করেছে।

এই বৈঠকের আগে ট্রাম্প এবং হোয়াইট হাউজ থেকে একাধিকভার সমালোচনার শিকার হয়েছিলেন জেলেনস্কি। হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন, জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প খুবই হতাশ।

তার আগে ট্রাম্প ২০২২ সালে ইউক্রেইন যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দোষারোপ করে বিশ্বকে হতবাক করে দেন।

সৌদি আরবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার পরই ইউক্রেইন যুদ্ধের দায় পুরোপুরি কিইভের ওপর চাপান ট্রাম্প। যদিও ২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া।

আর কেবল যুদ্ধের দায় চাপানোই নয়, নির্বাচন না করে ইউক্রেইনের প্রেসিডেন্ট পদে ভলোদিমির জেলেনস্কির থেকে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা এবং জেলেনস্কির জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে গেছে বলেও দাবি করেন ট্রাম্প।

তবে এই সমালোচনার ঝড়ের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেইনের সম্ভাব্য খনিজ সম্পদ চুক্তি করা নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউজ চুক্তি সইয়ের জন্য ইউক্রেইনের ওপর চাপ জারি রেখেছে।

এর মধ্যেই ইউক্রেইন যুদ্ধ বন্ধের চেষ্টায় নানা বিষয় নিয়ে ট্রাম্পের দূত কেলগের সঙ্গে জেলেনস্কির কথা হয়েছে।

ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং কোনও শান্তিচুক্তি হতে গেলে যেসব বিষয় আসতে পারে, যেমন: নিরাপত্তার নিশ্চয়তা এবং যুদ্ধবন্দির মতো বিষয়গুলো নিয়ে কেলগের সঙ্গে বৈঠকে কথা হয়েছে বলে এক্সে জানিয়েছেন জেলেনস্কি।

আর্কাইভ