• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ভারতের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০২:২৫ পিএম

শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

জ্বালানি খাতে শিগগিরই ওয়াশিংটন ও দিল্লির মধ্যে বাণিজ্যচুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে। 

সেখানে হোয়াইট হাউসে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এক ব্রিফিংয়ে মোদি বলেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তেল এবং গ্যাসের বাণিজ্যিক বিনিময়কে গুরুত্ব দিচ্ছি। এছাড়া পারমাণবিক শক্তি খাত সংক্রান্ত অবকাঠামোতে বিনিয়োগের মাত্রা আমরা বাড়াতে চাই। এ কারণে খুব শিগগিরই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, আগামী ৭ মাসের মধ্যেই হতে পারে এই চুক্তি।

আর্কাইভ