• ঢাকা বুধবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

গাজায় গণকবর থেকে আরও ১৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৫৯ এএম

গাজায় গণকবর থেকে আরও ১৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় একটি গণকবর থেকে আরও ১৯ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। গাজা সিটির আল-থাওরা স্ট্রিট থেকে এসব মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ওয়াফা জানিয়েছে, উদ্ধারকারী দল উপত্যকার উত্তরের গাজা সিটির আল-থাওরা স্ট্রিটে পাওয়া একটি গণকবরে আরও ১৯ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে।

গাজায় যুদ্ধবিরতি ফলে ফিলিস্তিনিরা এখন এমন সব এলাকা থেকে শত শত মানুষের মৃতদেহ উদ্ধার করছে যেসব স্থানে দীর্ঘ ১৫ মাস ধরে অব্যাহত ইসরাইলি আগ্রাসনের কারণে পৌঁছানো সম্ভব ছিল না।  তবে স্থানীয় কর্মকর্তাদের ধারণা ছিল, বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ১৪ হাজার ২২২ জন চাপা পড়েছে।

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) গাজার কর্মকর্তারা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন।  তারা দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ধরে নিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।  আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখেরও বেশি।

আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ