• ঢাকা সোমবার
    ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

এবারও প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি যেতে পারেন ট্রাম্প

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১০:৪২ এএম

এবারও প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি যেতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

গেল ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদেও প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন ট্রাম্প। প্রথম মেয়াদে সবার আগে সৌদি সফর করেছিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে করে থাকেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের পণ্য কিনতে সম্মত হয়েছিল সৌদি আরব। এবারও যদি সেই প্রস্তাব ঠিক থাকলে, আমি আবারও সেখানে যাব।’

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল সৌদি সরকার। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ