প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:২৩ পিএম
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার ক্যাপিটলে শপথ নেওয়ার ঠিক আগে এই অভিনন্দন জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়ে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা তার এই অবস্থানকে স্বাগত জানাই এবং সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই।’
জাতীয় নিরাপত্তা পরিষদে একটি টেলিভিশন ভাষণে এই অভিনন্দন জানান পুতিন। তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু করার ইচ্ছা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে সম্ভাব্য সবকিছু করার বিষয়ে নির্বাচিত প্রেসিডেন্টের পূর্ববর্তী মন্তব্যের কথা উল্লেখ করেন।
ক্রেমলিন নেতা বলেন, তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। সেখানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বরং সকলের বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত দীর্ঘমেয়াদী শান্তির দিকেই হাঁটা উচিত।
পুতিন বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা রাশিয়ার স্বার্থের পক্ষে দাঁড়াব।’